বারোয়ারি পুজোর ময়দানে টালা বারোয়ারি বরাবর স্বপ্ন দেখায়।এবার তাদের ভাবনায় আছে সোনায় মোড়া নিরানব্বই। শিল্পী সঞ্জীব সাহা মণ্ডপ সাজাচ্ছেন কঞ্চি আর বেত দিয়ে। পোশাকি নাম গোল্ডেন গ্রাস। ওড়িশার কেন্দাপাড়া আর জগৎসিনাপুরের কুঠির শিল্প। শিল্পের ছোঁয়া এখনও আছে বাংলা লাগোয়া বিহারে। এই রাজ্যের মেদিনীপুরে গোল্ডেন গ্রাসের কাজ হয়। মণ্ডপে আধুনিক ভাবনা থাকলেও, নিরানব্বইতম বর্ষে এখনও সাবেক টালার বারোয়ারির প্রতিমা।
advertisement
Location :
First Published :
September 12, 2019 11:26 PM IST