এমনটা ঘটল কীভাবে? জানা গিয়েছে হাসপাতালের ভুলেই জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে লাশকাটা ঘরে পাঠানো হয়েছিল। ওই কর্মী দেখতে না পেলে শেষপর্যন্ত কী ঘটত তা এখন আন্দাজ করতেই শিউরে উঠছেন হাসপাতালের চিকিৎসকরা ৷
ঘটনার শুরু রবিবার, সিওন থানার কাছে খবর আসে, রাস্তায় এক ব্যক্তি বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশ তাঁকে সায়ন হাসপাতালে ভরতি করায়। চিকিৎসাও শুরু হয়। কয়েক ঘন্টা পরেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের ঠিক আগেই এক কর্মীর চোখে ‘মৃত’ ব্যক্তির স্পন্দন। এরপরই তাঁকে ফের চিকিৎসার জন্য হাসপাতালের বেডে নিয়ে আসা হয় ওই ব্যক্তিকে।
advertisement
Location :
First Published :
Oct 13, 2015 9:08 AM IST
