TRENDING:

Covid 19: এই ১৮টি রোগে আক্রান্ত হলে করোনার সম্ভাবনা বাড়ে! সাবধান হোন এখনই

Last Updated:

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে (British Medical Journal) মোট ১৮টি রোগের কথা জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কোভিড থেকে রক্ষা পেতে এখন একটাই উপায়ের কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তা হল কোভিড ভ্যাকসিন। বিশেষজ্ঞদের এবিষয়ে বক্তব্য, যেহেতু করোনাকে সম্পূর্ণরূপে নির্মূল করার কোনও উপায় এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাই করোনা ভ্যাকসিনই একমাত্র অস্ত্র। তবে অনেকক্ষেত্রে দেখা গিয়েছে করোনা ভ্যাকসিন নিয়েও অনেকে কোভিডে আক্রান্ত হয়েছেন। এমনকী অনেকের মৃত্যু হয়েছে। কেন এই পরিস্থিতির তৈরি হয়েছে? এবিষয়ে কী জানা যাচ্ছে?
advertisement

কোভিডের রিস্ক ফ্যাক্টরগুলি কী কী?

প্রায় দেড় বছর আগে ভারতে আক্রমণ হানে কোভিড। শুরুর সময় থেকেই বিশেষজ্ঞরা একটা বিষয় স্পষ্ট করে জানিয়েছিলেন, যাঁদের অতীতে কোনও বড়সড় শারীরিক সমস্যা ছিল অথবা যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সেভাবে বেড়ে ওঠেনি তাঁরা যদি কোভিডে আক্রান্ত হন তাহলে তাঁদের ক্ষেত্রে ঝুঁকি সবথেকে বেশি।

advertisement

আরও পড়ুন- ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার কেন হচ্ছে এত!

এমনকী বয়স্কদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। তাই ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর শুরুতেই প্রবীণ নাগরিক, যাঁদের মধ্যে কোমর্বিডিটি রয়েছে এবং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষদের টিকা দেওয়া শুরু হয়। কিন্তু এতেও চিন্তা দূর হয়নি। দেখা গিয়েছে করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে বয়স্ক ও কোমর্বিডিটি থাকা মানুষের শরীরে কোভিড আক্রমণ হয়েছে। এবং অনেকে ক্ষেত্রে তাঁদের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই এই বিষয় নিয়ে বেশ চিন্তিত বিশেষজ্ঞরা।

advertisement

যাঁদের আগে প্রয়োজন তাঁদের দ্রুত ভ্যাকসিন দিতে হবে

করোনা থেকে বাঁচতে যে দুটি অস্ত্রের সবচেয়ে বেশি প্রয়োজন তা হল সচেতনতা এবং টিকাকরণ। বিভিন্ন গবেষণায় প্রকাশ যে ভ্যাকসিনের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াই অনেকটা সহজ হয়ে যায়। তবে এর মধ্যে অনেক প্রশ্ন চিহ্নও উঠেছে।

কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে করোনার ভয়ঙ্কর আক্রমণ থেকে যেমন বাঁচা সম্ভব তেমনই অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে কোভিড আক্রমণ থেকে রক্ষা পাননি। এমনকী অনেকের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

advertisement

মূলত এই ক্ষেত্রে দেখা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড আক্রান্ত কোনও রোগীর কাছাকাছি গেলেও রক্ষা পাওয়া যায়নি। টিকা নিলেও তাঁর কাছে যাওয়া ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে এসব ক্ষেত্রে দেখা গিয়েছে টিকা নেওয়া ব্যক্তির ক্ষেত্রে কোনও উপসর্গ প্রকাশ পায়নি অথবা উপসর্গ প্রকাশ পেলেও তা খুবই সামান্য।

চিন্তার কারণ কোভিডের নতুন ভ্যারিয়ান্ট

advertisement

বিশেষজ্ঞদের বক্তব্য, কোভিড ভ্যাকসিন নিলেই যে কোভিড থেকে দূরে থাকা যাবে তা কিন্তু একদম ভুল। তাঁদের কথায় কোভিড ভ্যাকসিনের কার্যক্ষমতা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। এবং সেই সময়ের পর ভ্যাকসিনের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।

এর পাশাপশি করোনার ভ্যারিয়ান্টে একাধিকবার রূপ বদল হয়েছে। তাই এক্ষেত্রে করোনা ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে গেলে করোনার নতুন কোনও একটি ভ্যারিয়ান্ট আক্রমণ করতে পারে। করোনার এখনও পর্যন্ত যে ভ্যারিয়ান্টগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে ডেল্টা ভ্যারিয়ান্ট খুবই মারাত্মক। ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে শরীরে ডেল্টা ভ্যারিয়ান্ট আক্রমণ চালিয়েছে।

এবিষয়ে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (Centre for Disease Control and Prevention) বা CDC-র তরফে জানানো হয়েছে, “কোভিড ১৯ টিকার খুবই ভালো কার্যকারিতা লক্ষ্য করা গিয়েছে। টিকাকরণ সম্পূর্ণ হয়েছে এমন কারোর শরীরে কোভিড আক্রমণ করলেও পরিস্থিতি খুব একটা মারাত্মক জায়গায় পৌঁছয় না। এমনকী, হাসপাতালে ভর্তির সংখ্যা, মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে।

ডেল্টা ভ্যারিয়ান্টের ক্ষেত্রেও কার্যকরী কোভিড ভ্যাকসিন। তবে সেক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়ান্ট কারোর শরীরে আক্রমণ করলেও সেক্ষেত্রে রোগীর শরীরে সামান্য উপসর্গ অথবা অনেক সময় কোনও উপসর্গই দেখা যাচ্ছে না।”

এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষজ্ঞদের অনেকেই কোভিড বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে।

অতীতে কোনও রোগ থাকলে ঝুঁকি বাড়ে

কোভিডের ক্ষেত্রে দেখা গিয়েছে অতীতে যাঁদের কোনও শারীরিক সমস্যা রয়েছে তাঁদের ঝুঁকি সবথেকে বেশি। এমনকী, কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের ক্ষেত্রে দেখা গিয়েছে অতীতে তাঁদের কোনও শারীরিক সমস্যা ছিল। আর সেকারণে তাঁদের ক্ষেত্রে ঝুঁকিও অনেক বেড়ে যায়।

বিশেষজ্ঞরা এবিষয়ে বলেছেন, যাঁদের অতীতে কোনও শারীরিক সমস্যা ছিল তাঁদের শরীরে করোনা আক্রমণ করলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। তাঁদের শারীরিক পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে পারে। মধূমেহ, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো শারীরিক সমস্যা থাকলেই তাঁদের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

গবেষণা

কোভিড ১৯ ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিকই কিন্তু এখনও পর্যন্ত এবিষয়ে কোনও নিশ্চয়তা নেই যে কোভিড ১৯ ভ্যাকসিন কাউকে সম্পূর্ণরূপে কোভিড থেকে রক্ষা করতে পারবে। এবিষয়ে সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নাল (BMJ) একটি গবেষণাপত্র প্রকাশ করেছে।

সেখানে ১৯ বছর থেক ১০০ বছর বয়সীদের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়। তাতে দেখা গিয়েছে, কোভিড ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার পরেও অনেকে কোভিড আক্রান্ত হয়েছেন। এমনকী অনেকের মৃত্যুর ঝুঁকি রয়েছে।

কোন কোন শারীরিক সমস্যা থাকলে ভ্যাকসিন নেওয়ার পরেও কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে?

এবিষয়ে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে (British Medical Journal) মোট ১৮টি রোগের কথা জানানো হয়েছে। ওই ১৮টি রোগে কেউ যদি আক্রান্ত হন তাহলে তাঁর ক্ষেত্রে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও ঝুঁকি থাকে। সেই ১৮টি রোগ হল-

ফুসফুসের কোনও ক্রনিক সমস্যা (Chronic Obstructive Pulmonary Disease)

হৃদরোগ (Coronary Heart Disease)

স্ট্রোক (Stroke)

অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (Atrial Fibrillation)

হার্ট ফেলিওর (Heart Failure)

থ্রম্বোএম্বোলিজম (Thromboembolism)

ডিমেনশিয়া (Dementia)

ডাউন’স সিনড্রোম (Down’s Syndrome)

পারকিনসন ডিজিজ (Parkinson’s Disease)

ব্ল্যাড ক্যান্সার (Blood Cancer)

টাইপ ২ ডায়াবেটিস (Type 2 Diabetes)

সিকল সেল ডিজিস (Sickle Cell Disease)

এডস (HIV/AIDS)

লিভার সিরোসিস (Liver Cirrhosis)

নিউরোলজিক্যাল কন্ডিশন (Neurological Conditions)

ক্রনিক কিডনি সমস্যা (Chronic Kidney Disease)

এপিলেপ্সি (Epilepsy)

পেরিফেরাল ভাসকুলার ডিজিজ (Peripheral Vascular Disease)

প্রত্যেকের উচিত ভ্যাকসিন নেওয়া

ভ্যাকসিন নিয়ে অনেক প্রশ্ন উঠলেও প্রত্যেকের উচিত ভ্যাকসিন নেওয়া। তার পিছনে অনেকগুলি যুক্তি দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের বক্তব্য, ভ্যাকসিন নেওয়ার পরে অনেকেই আক্রান্ত হচ্ছেন এটা যেমন ঠিক তেমনই এটাও মানতে হবে ভ্যাকসিন নেওয়ার পর কেউ কোভিড আক্রান্ত হলেও তাঁর শরীরে খুব একটা প্রভাব পড়ছে না।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

দ্বিতীয়ত, বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এমনকী মৃত্যু হারও কম। পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ছে। ফলে আগামীতে অন্য কোনও ভ্যারিয়ান্ট হামলা চালালেও তা প্রতিহত করার জন্য ক্ষমতা গড়ে উঠছে শরীরে।

বাংলা খবর/ খবর/Explained/
Covid 19: এই ১৮টি রোগে আক্রান্ত হলে করোনার সম্ভাবনা বাড়ে! সাবধান হোন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল