কিন্তু এক্ষেত্রেও একটি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে অনেককে। কারণ ইক্যুইটি বিষয়টি তাঁদের কাছে পরিষ্কার নয়। তাই শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে। অনেক সময় এটাও দেখা গিয়েছে, অনেক ভেবে চিন্তে কেউ শেয়ার মার্কেটে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করার পরেও লোকসান হচ্ছে। আর তাই ইক্যুইটিতে যাঁরা প্রথম বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবথেকে সঠিক সিদ্ধান্ত। কিন্তু এক্ষেত্রেও রয়েছে বেশ কিছু ঝুঁকি। কী কী ঝুঁকি রয়েছে? জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে-
advertisement
বর্তমানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP Investment) অত্যন্ত জনপ্রিয়। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য SIP-ই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যাঁরা মূলত বাজারের ঝুঁকি এড়িয়ে নির্দিষ্ট সময় পর তুলনামূলক বেশি রিটার্ন নিতে চান তাঁদের ক্ষেত্রে SIP করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SIP-র মাধ্যমে বিনিয়োগ করতে হলে প্রথমে বিনিয়োগকারীকে একটি পছন্দমতো মিউচুয়াল ফান্ড বেছে নিতে হবে। এবং সেই মিউচুয়াল ফান্ডে নির্দিষ্ট সময় অন্তর নিজের সুবিধামতো বিনিয়োগ করতে হবে। SIP-র মাধ্যমে কমপক্ষে ৫০০ টাকা প্রতিবছর বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের কোনও উর্ধ্বসীমা নেই। এছাড়াও SIP-তে প্রতি মাসে অথবা প্রতি তিন মাস অন্তর অথবা প্রতি ছয় মাস অন্তর টাকা জমা করার সুবিধা থাকে। বিনিয়োগের নেট অ্যাসেট ভ্যালু (Net Asset Value) পরিবর্তনের সুযোগ পান ব্যবহারকারীরা। বিশেষজ্ঞরা মনে করেন SIP বিনিয়োগ অত্যন্ত সুবিধাজনক এবং প্রয়োজনীয়। কিন্তু অনেক সময় বিনিয়োগকারীরা পুরো বিষয়টি না বুঝতে পেরে কিছু ভুল করে ফেলেন। যার কারণে তাঁদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়।
বাজারের ভালো অবস্থা দেখে বিনিয়োগ না করা উচিত
অনেক ক্ষেত্রে দেখা যায় স্টক মার্কেট যখন খুব ভালো অবস্থায় থাকে সেসময় বাজারের পরিস্থিতি দেখে অনেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। তাঁরা ভাবেন স্টক মার্কেটের ভালো অবস্থায় তাঁরা প্রচুর টাকা মুনাফা করতে পারবেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে- স্টক মার্কেটে যত দ্রুত বাজার ওঠে ঠিক সেরকম গতিতেই বাজার নেমে যায়। সুতরাং বিশেষজ্ঞদের পরামর্শ কখনও স্টক মার্কেটের অবস্থা দেখে বিনিয়োগ করা উচিত নয়। মিউচুয়াল ফান্ড বা যে কোনও ইক্যুইটিতে বিনিয়োগের সময় মাথায় রাখতে হবে ধৈর্য্যচ্যুতি ঘটলে চলবে না। তাই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (SIP Investment) ক্ষেত্রে অল্প পরিমাণে টাকা বিনিয়োগ করা দরকার। কারণ বাজারের ঝুঁকিপূর্ণ অবস্থাতেও বিনিয়োগের অর্থের কোনও সমস্যা হবে না।
বাজার নিম্নমুখী হলে SIP বন্ধ করা উচিত নয়
অনেক বিনিয়োগকারী আছেন যাঁরা বাজারের অবস্থা দেখে SIP-র মাধ্যমে বিনিয়োগ করেন। বাজার যখন তুলনামূলকভাবে খারাপ থাকে তখন অনেক বিনিয়োগকারী SIP বন্ধ করে দেন। এবং বাজারের অবস্থা যখন ভালো থাকে তখন তাঁরা বিনিয়োগ করেন। এবিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, ইক্যুইটিতে একটি নীতি রয়েছে, যেটি হল- কম টাকায় কেনা ও বেশি টাকায় বেচা। এই নীতির কথা মাথায় রাখা উচিত। বাজার যখন তুলনামূলক খারাপ যায় তখন টাকা বিনিয়োগ করা দরকার। কারণ এতে বেশি পরিমাণে ইউনিট পাওয়া সম্ভব হয়। SIP শুরু করার পর কোনও সময় তা বন্ধ করা উচিত নয়। নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগ করা উচিত। বাজার খারাপ বা ভালো যাই হোক না কেন নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগ করলে লং টার্মের ক্ষেত্রে বিনিয়োগকারী অত্যন্ত ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আর এর পাশাপাশি বিনিয়োগ শুরু করার সময়েই সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া জরুরি। কারণ সঠিক মিউচুয়াল ফান্ড বাছলে বাজারের ওঠা পড়ার সময়েও সেই মিউচুয়াল ফান্ড স্টেবল থাকে।
NAV বা নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণের উপর মিউচুয়াল ফান্ডের নির্ভরশীলতা
অনেক বিনিয়োগকারী রয়েছেন যাঁরা কম NAV যুক্ত ফান্ডে বিনিয়োগ করেন। এবিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, NAV-র পরিমাণ বেশি না কম তা নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর। মূলত কোনও সংস্থার ম্যানেজমেন্টের হাতে যে পরিমাণ অ্যাসেট থাকে তার উপর NAV নির্ভর করে। পাশাপাশি কোনও ফান্ড ম্যানেজার তাঁর নিজের দক্ষতা দিয়েও NAV বাড়াতে সাহায্য করেন। পাশাপাশি এটাও বুঝতে হবে নতুন কোনও ফান্ডের ক্ষেত্রে NAV কম হবে এবং পুরনো কোনও ফান্ডের ক্ষেত্রে NAV বেশি হয়। কারণ নতুন কোনও ফান্ড বাড়ার ক্ষেত্রে যে ন্যূনতম সময় প্রয়োজন সেই পরিমাণ সময় নতুন কোনও ফান্ড না পেলে তা বাড়তে পারে না।
বিনিয়োগের জন্য সময় দিতে হবে
দ্রুত ভালো রিটার্ন চাইলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত নয়। তবে এটাও জেনে রাখা দরকার, এমন কোনও বিনিয়োগের ক্ষেত্র নেই যেখানে অল্প দিনে প্রচুর রিটার্ন পাওয়া সম্ভব। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনও বছর ভালো রিটার্ন পেতে পারেন, কোনও বছর তুলনামূলক কম রিটার্ন পেতে পারেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মিউচুয়াল ফান্ডে ৫ থেকে ৭ বছর বিনিয়োগ করলে ভালো বিনিয়োগ পাওয়া সম্ভব।
SIP বন্ধ করা উচিত নয়
SIP-তে যাঁরা বিনিয়োগ করেন তাঁদের মধ্যে অনেকেই মার্কেট নিম্নমুখী হলে ভয় পেয়ে যান। মিউচুয়াল ফান্ডের এটাই নিয়ম যে কখনও বাজার ভালো থাকবে কখনও খারাপ থাকবে। বাজার যখন নিম্নমুখী থাকে তখন বিনিয়োগকারীরা ভাবেন হয় তো তাঁদের অনেক ক্ষতি হয়ে যাবে এবং এটা ভেবে তাঁরা নিজেদের কেনা ইউনিট বিক্রি করে দেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটা ভুল সিদ্ধান্ত। ইউনিট রেখে দেওয়া উচিত। কারণ বাজার যখন উর্ধ্বমুখী হবে তখন ইউনিটের দাম বাড়বে। ফলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। বরং মাঝপথে SIP বন্ধ করে দিলে তাতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি।
কোনও লক্ষ্য ছাড়া বিনিয়োগ করা উচিত নয়
কোনও মিউচুয়াল ফান্ডে যখন কোনও বিনিয়োগকারী বিনিয়োগ করেন তখন লক্ষ্য থাকা উচিত। বিনিয়োগকারীর মাথায় রাখা উচিত ওই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তিনি কত টাকা রিটার্ন আশা করেন। সেই লক্ষ্যমাত্রায় না পৌঁছানো পর্যন্ত বিনিয়োগ করা প্রয়োজন। সঠিক লক্ষ্য না থাকলে ভুল জায়গায় বিনিয়োগ হতে পারে এবং তাতে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে।