এক ঝলকে দেখে নেওয়া যাক কোন রাজ্য নিয়ে কী বলছে CJBS Covid 19 Tracker!
১. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে অন্ধ্রপ্রদেশে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৪ শতাংশ হারে অরুণাচল প্রদেশে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২৫০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
advertisement
৩. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে অসমে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১২,৫০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৪. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে বিহারে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৫. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৭৫ শতাংশ হারে চণ্ডীগড়ে ২৫০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৬. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১৫ শতাংশ হারে ছত্তিসগঢ়ে ৬,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৮,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৭. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে অন্ধ্রপ্রদেশে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৮. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে দাদরা আর নগর হাভেলিতে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৩০০-তে; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৯. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০২ শতাংশ হারে দিল্লিতে ১০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১০. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১৫ শতাংশ হারে গোয়ায় ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১১. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে গুজরাতে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১২. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে হরিয়ানায় ৪,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৬,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৩. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১২ শতাংশ হারে হিমাচল প্রদেশে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৪. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে জম্মু আর কাশ্মীরে ২,৫০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১২,৫০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৫. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০২ শতাংশ হারে ঝাড়খণ্ডে ২,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৮,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৬. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে কর্নাটকে ১০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৫০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৭. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১৫ শতাংশ হারে কেরলে ১০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৪০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৮. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.৪ শতাংশ হারে লাক্ষাদ্বীপে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৬০০-তে; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৯. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১৫ শতাংশ হারে মধ্যপ্রদেশে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২০. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৭৫ শতাংশ হারে মহারাষ্ট্রে ৩০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৭০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২১. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে মণিপুরে ১,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৩,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২২. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে মেঘালয়ে ১,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৩. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে মিজোরামে ২৫০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৭৫০-তে; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৪. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৪ শতাংশ হারে নাগাল্যান্ডে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৫. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.২০ শতাংশ হারে ওড়িশায় ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৬. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৪ শতাংশ হারে পুদুচেরিতে ১,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৪,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৭. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৭৫ শতাংশ হারে পঞ্জাবে ৪,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৬,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৮. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১৫ শতাংশ হারে রাজস্থানে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৯. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে সিকিমে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৫০০-তে; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩০. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০০ শতাংশ হারে তামিল নাড়ুতে ২০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৬০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩১. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০২ শতাংশ হারে তেলঙ্গানায় ৩,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৯,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩২. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.২৫ শতাংশ হারে ত্রিপুরায় ২,৫০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৭,৫০০-তে; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩৩. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে উত্তরপ্রদেশে ১০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৫০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩৪. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.২৫ শতাংশ হারে উত্তরাখণ্ডে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩৫. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে পশ্চিমবঙ্গে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।