TRENDING:

Explainer: সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপ কী? কী ভাবে এর খোঁজ পেল মুম্বই পুলিশ?

Last Updated:

ওটিটি প্ল্যাটফর্ম যে ভাবে ইউজারদের মাসিক একটা ভাড়ার বিনিময়ে কনটেন্ট দেখতে দেয়, এখানেও সেটাই হয়ে থাকে। এই নিয়ে সম্প্রতি বিশদে অনেক ত?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত এই দেশে পর্নোগ্রাফির সম্প্রচার বন্ধ, সরকার নানা পর্নোগ্রাফি ওয়েবসাইট নিষিদ্ধ করে দিয়েছে। দেশের সংবিধানের তথ্য প্রযুক্তি আইনের ৬৭ (এ) ধারা অনুযায়ী কাউকে পর্নোগ্রাফির সম্প্রচারে ধরা পড়লে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে। এই রকম এক পরিস্থিতিতে দেশে জনপ্রিয় হয়ে উঠেছে নানা সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপ। ওটিটি প্ল্যাটফর্ম যে ভাবে ইউজারদের মাসিক একটা ভাড়ার বিনিময়ে কনটেন্ট দেখতে দেয়, এখানেও সেটাই হয়ে থাকে। এই নিয়ে সম্প্রতি বিশদে অনেক তথ্য জানিয়েছে মুম্বই পুলিশ। সম্প্রতি তারা গ্রেফতারও করেছে মুম্বই থেকে এমন সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপ চক্রকে।
কীভাবে কামতাড়নার হাত থেতে নিজেকে শান্ত রাখা যায়? সেটা নিয়ন্ত্রণের জায়গায় থাকে, তা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই। কী ভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়ে তিনটি উপায়। যার সবক'টিই কোনও না কোনও ভাবে ডেটিং অ্যাপের সূত্রে এগিয়েছে।
কীভাবে কামতাড়নার হাত থেতে নিজেকে শান্ত রাখা যায়? সেটা নিয়ন্ত্রণের জায়গায় থাকে, তা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই। কী ভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়ে তিনটি উপায়। যার সবক'টিই কোনও না কোনও ভাবে ডেটিং অ্যাপের সূত্রে এগিয়েছে।
advertisement

কী ভাবে তৈরি হয় এই কনটেন্ট?

সব সময়ে পেশাদার ভিডিও ক্যামেরাও ব্যবহার করা হয় না। বেশির ভাগ ক্ষেত্রেই মোবাইল ফোনের ক্যামেরায় ঘটনা শ্যুট করা হয়ে থাকে। সংলাপও তেমন কিছু থাকে না। পুলিশ জানিয়েছে যে একটি চক্রকে হাতেনাতে ধরার পরে তারা কেবল দুই পাতার একটি স্ক্রিপ্ট পেয়েছিল ঘটনাস্থল থেকে।

কোথায় শ্যুটিং করা হয় এই কনটেন্ট?

advertisement

সাধারণত মুম্বই শহরতলিতে কোনও বাংলো ভাড়া করে এই ধরনের সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপের কনটেন্টের শ্যুটিং চলে। পুলিশ জানিয়েছে যে মুম্বই শহরতলিতে এই রকম একটা বাংলো ভাড়া করতে দিন পিছু বড় জোর ১০ হাজার টাকা লাগে। তাছাড়া নিরিবিলিতে শ্যুটিংয়ের সুবিধাও পাওয়া যায় শহরতলি বলে।

কী রকম উপার্জন করে এ হেন সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপ?

advertisement

উপার্জনের অঙ্কটা বেশ ভালো বলে দাবি করেছে মুম্বই পুলিশ। জানিয়েছে যে সাধারণত এই সব সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপ ইউজারদের কাছ থেকে প্রতি মাসে ১৯৯ টাকা করে নিয়ে থাকে। এদের ইউজার সংখ্যাও হয় লক্ষাধিক। ফলে, খুব কম করে হলেও এমন একটি অ্যাপ প্রতি মাসে ২ কোটি টাকার কাছাকাছি উপার্জন করে বলে জানা গিয়েছে।

advertisement

কেন মুম্বইতে বিশেষ করে এই সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপের চাহিদা বাড়ছে?

পুলিশ জানিয়েছে যে মুম্বইতে খুব সহজেই এই ধরনের সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপের কনটেন্ট শ্যুট করার অভিনেতা, অভিনেত্রী পাওয়া যায়। এদের ভাগ করা যায় দুই দলে। যাঁরা আগে বলিউডে ছোটখাটো কাজ করেছেন কিন্তু বর্তমানে কাজ পান না, তাঁদের অনেকেই এই চক্রের সঙ্গে যুক্ত থাকেন বলে পুলিশ দাবি করেছে। এছাড়া রয়েছেন বলিউডে কাজ করতে আসা স্ট্রাগলাররা, যাঁদের ছবিতে কাজ দেওয়ার টোপ দিয়ে পর্নোগ্রাফি শ্যুট করিয়ে নেওয়া হয়।

advertisement

এই ধরনের সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপের খোঁজ কী ভাবে পান ইউজাররা?

সেরা ভিডিও

আরও দেখুন
উঠতি ফুটবলারদের জন্য দারুণ মঞ্চ! কাটোয়ায় শুরু শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট
আরও দেখুন

মুম্বই পুলিশের বক্তব্য- Facebook, Instagram, Telegram, WhatsApp-এর মতো সোশ্যাল মিডিয়া আর মেসেজিং অ্যাপ থেকেই ইউজাররা সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপের খোঁজ পেয়ে থাকেন। এই নিয়ে বিশদে তদন্তও করছে মুম্বই পুলিশের সাইবার ব্রাঞ্চ।

বাংলা খবর/ খবর/Explained/
Explainer: সাবস্ক্রিপশন-ভিত্তিক পর্নোগ্রাফি অ্যাপ কী? কী ভাবে এর খোঁজ পেল মুম্বই পুলিশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল