আর কয়েক মাস অতিক্রান্ত হলেই ভারতে করোনার (Coronavirus) হানা দু বছর সম্পূর্ণ হবে। আর এই দুই বছর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিজ্ঞানীদের অনেকেই মনে করছেন খুব শীঘ্রই যে করোনা বিদায় নেবে এমনটা নয়। আর করোনার সঙ্গে লড়াই করার জন্য ভ্যাকসিন ছাড়া দ্বিতীয় কোন উপায় নেই। তবে তার সঙ্গে বিভিন্ন কোভিড প্রোটোকল মেনে চলার জন্যও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
আরও পড়ুন: YAAS-র স্মৃতি উসকে সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, কবে-কোথায় আছড়ে পড়বে? IMD-র Latest Update...
কোভিডের (Covid 19 Pandemic) শুরুর সময় থেকেই একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মাধ্যমে। কী খেলে কমবে, কোন উপায় নিলে করোনা আক্রমণ করতে পারবে না এই ধরনের বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছিল। যদিও এই তথ্যগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। কিন্তু দাবানলের মত ছড়িয়ে পড়া এই ভুয়ো তথ্য মেনে চলায় অনেককেই সমস্যার সম্মুখীন হতে হয়।
শুধু কোভিড নিয়ে নয় করোনা ভ্যাকসিন এর বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গণমাধ্যমে। এর ফলে টিকাকরণের শুরুর দিকে অনেকেই করোনা টিকা নিতে অনীহা প্রকাশ করেছিলেন। যদিও পরবর্তীতে সেই ভুয়ো তথ্য ঠেকানো অনেকটাই সম্ভব হয়।
কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) কার্যকারিতা এবং সুরক্ষার বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। যদিও এ বিষয়ে প্রতিনিয়ত গবেষণা করেছেন বিজ্ঞানীরা। কিন্তু তা সত্বেও অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে কয়েকদিন আগে পপস্টার নিকি মিনাজ (Nicki Minak) একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন।
কী বলেছিলেন নিকি মিনাজ?
কয়দিন আগে এই বিষয়ে তিনি একটি ট্যুইট করেন। যেখানে তিনি লিখেন তিনি কোভিড ভ্যাকসিন নিতে চান না। কারন তার এক পরিচিত কোভিড ভ্যাকসিন নিয়ে যৌন অক্ষম হয়ে গেছেন। সে কারণে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায় ততক্ষণ তিনি ভ্যাকসিন নেবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকে তিনি এটাও বলেছেন, জোর করে কেউ যেন কোনো সিদ্ধান্ত না নেয়। কারণ কোভিদ ভ্যাকসিনের উপর তার পুরোপুরি বিশ্বাস নেই।
আরও পড়ুন: পুজোর আগে জোড়া নিম্নচাপ! অতি বৃষ্টির Red Alert জারি! বাংলার ভাগ্যে অশনি সংকেত...
শুধুমাত্র নিকি মিনাজ নয় এমন অনেকেই আছেন যারা কোভিড ভ্যাকসিন নেওয়ার বিপক্ষে। এমনকী বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের কথা মানতে নারাজ তারা। মনে করা হচ্ছে তাদের বিশেষ কোনো স্বার্থ থাকার জন্য এইধরনের ভুল তথ্য ছড়াচ্ছে। শুধু ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নয় ভ্যাকসিনের কার্যক্ষমতা নিয়ম অনেকেই প্রশ্ন তুলেছেন।
বিজ্ঞানীদের অনেকেই মনে করছেন এইধরনের ভুল তথ্য ছড়ানোর ফলে, অনেকেই করোনা ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না। যার ফলে করোনার সঙ্গে যুদ্ধে অনেকটাই পিছিয়ে যেতে হচ্ছে।
কী কী ভুল তথ্য ছড়িয়ে পড়ছে?
করোনা ভ্যাকসিন সঠিকভাবে পরীক্ষিত নয়-
করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার খুব অল্পসময়ের মধ্যেই সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা হয়। আর সে কারণেই অনেকে মনে করেন যে সঠিকভাবে পরীক্ষা না করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণরূপে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা ভাবার কোন কারণ নেই যে খুব অল্প সময়ের মধ্যে কোনও ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে তা সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। অন্যান্য সমস্ত ভ্যাকসিনের মতনই ক্লিনিক্যাল ট্রায়াল এবং সুরক্ষার মাপকাঠিগুলো পরীক্ষা করার পরেই তা সাধারন মানুষের উপর প্রয়োগ করা হয়েছে। যদি দেখা যায় করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর গোটা বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষের উপর তা প্রয়োগ করা হয়েছে। সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। তাই করোনা ভ্যাকসিন নিয়ে কোনরকম সংশয় প্রকাশ করা উচিত নয়।
আরও পড়ুন: পুজোর আগে জোড়া নিম্নচাপ! অতি বৃষ্টির Red Alert জারি! বাংলার ভাগ্যে অশনি সংকেত...
করোনা ভ্যাকসিন নিলে বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা থাকে-
শুধু নিকি মিনাজ নয়, অনেকেই টুইট করেছেন করোনা ভ্যাকসিন নিলে যৌন অক্ষমতা তৈরি হতে পারে। এমনকী, বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে ভুয়ো খবর রটাচ্ছেন অনেকে। কিন্তু তা সম্পূর্ণরূপে ভুল। বিজ্ঞানীরা জানিয়েছেন, কোভিদ ভ্যাকসিনের প্রভাবে এই ধরনের কোনও সমস্যার মুখোমুখি হতে হবে না। এবং এর স্বপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন তারা।
ভ্যাকসিন নেওয়ার থেকে সাধারণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা উচিত-
অনেকের ধারণা করোনা ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে প্রাকৃতিক উপায় মেনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালে তা ভালো। কারণ হিসাবে তাদের যুক্তি, করোনা ভ্যাকসিন নিলে পরবর্তী সময়ে বেশ কিছু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
বিজ্ঞানীদের যুক্তি এই ধরনের ভাবার কোন কারণ নেই যে পরবর্তীতে কোন বড় পার্শ্ব প্রতিক্রিয়া হবে। তাঁরা জানিয়েছেন, করোনাকে প্রতিহত করার জন্য যে পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন তা ভ্যাকসিনের মাধ্যমে পাওয়া সম্ভব। এবং ভ্যাকসিন এর মাধ্যমে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তার স্থায়িত্ব অনেক বেশি। তাই প্রত্যেকের উচিত বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং তারা এটাও জানিয়েছেন করোনা ভ্যাকসিন দেওয়ার পর যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় তা খুবই সাধারণ এর জন্য অতিরিক্ত চিন্তা করার কোন প্রয়োজন নেই।
আরও পড়ুন: চলে গেলেন কমলা ভাসিন, ভারতীয় নারী আন্দোলনের অপূরণীয় ক্ষতি
গর্ভবতী মহিলারা ভ্যাকসিন নিলে সমস্যায় পড়তে পারেন
গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে গর্ভকালীন অবস্থায় এবং স্তনদুগ্ধ পান করানো অবস্থায় করোনা ভ্যাকসিন নিলে তা সমস্যার কারণ হতে পারে। কিন্তু বিজ্ঞানীদের যুক্তি গবেষণায় এই ধরনের কোনো তথ্য উঠে আসেনি। বরং গর্ভবতীদের করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
ভুয়ো খবর কারবারিরা এটাও প্রচার করেন গর্ভাবস্থায় করোনা ভ্যাকসিন নিলে ভ্রুণ নষ্ট হতে পারে এমনকী গর্ভপাতও হতে পারে। কিন্তু এসব তথ্যকে ভুয়ো বলে দাবি করে বিজ্ঞানীরা জানিয়েছেন, গর্ভবতী মহিলারা করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও যদি কোভিডে আক্রান্ত হন তাহলে কোভিদ তাঁদের শরীরে খুব একটা মারাত্মক রূপ ধারণ করতে পারে না। এমনকী হাসপাতালে যাওয়ার সম্ভাবনাও কমে।
বিজ্ঞানী, বিশেষজ্ঞ, বিভিন্ন সামাজিক মাধ্যম কর্তৃপক্ষ এবং সরকারের তরফে বারবার প্রচার চালানো হচ্ছে ভুয়ো খবরে কান না দিয়ে সঠিক তথ্য গ্রহণ করতে। এবং নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন নেওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে।