Kamla Bhasin passed away: চলে গেলেন কমলা ভাসিন, ভারতীয় নারী আন্দোলনের অপূরণীয় ক্ষতি
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Kamla Bhasin passed away: এক কথায় বললে ভারতীয় নারী আন্দোলনের প্রাণভোমরা ছিলেন কমলা।
#নয়াদিল্লি: চলে গেলেন ভারতীয় নারী আন্দোলনের অন্যতম পুরোধা কবি কমলা ভাসিন (Kamla Bhasin Passer Away)। শনিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই অসুখে ভুগছিলেন কমলা। তাঁর ফুসফুসে জল জমে ছিল। শুক্রবার অবস্থা খারাপ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার ভোর তিনটে নাগাদ চিকিৎসকরা জানিয়ে দেন কমলা ভাসিনের মৃত্যু হয়েছে।
আজ দিনের শুরুতেই কমলা ভাসিনের মৃত্যু সংবাদ (Kamla Bhasin Passer Away) নেটিজেনদের সামনে আনেন সমাজকর্মী কবিতা শ্রীবাস্তব। কবিতা ট্যুইটারে লেখেন, "আমাদের প্রিয় বন্ধু কমলা ভাসিন ২৫ সেপ্টেম্বর ভোর তিনটের সময় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ভারতীয় নারী আন্দোলনের ক্ষেত্রে, তথা গোটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই এটা একটা বিরাট ধাক্কা। যতই প্রতিকূলতা আসুক তার বিরুদ্ধে কমলা লড়ে গিয়েছেন। আমাদের হৃদয়ে কমলা থাকবেন।"
advertisement
Kamla Bhasin, our dear friend, passed away around 3am today 25th Sept. This is a big setback for the women's movement in India and the South Asian region. She celebrated life whatever the adversity. Kamla you will always live in our hearts. In Sisterhood, which is in deep grief pic.twitter.com/aQA6QidVEl
— Kavita Srivastava (@kavisriv) September 25, 2021
advertisement
advertisement
সত্তরের দশক থেকেই নারী আন্দোলন নিয়ে সোচ্চার কমলা ভাসিন। ২০০২ সালে তিনি সঙ্গত নামক একটি ফেমিনিস্ট নেটওয়ার্ক তৈরি করেন। এই নেটওয়ার্কের মাধ্যমে কমলা প্রান্তিক আদিবাসী মহিলাদের প্রশিক্ষিত করার কাজ করতেন। এর পাশাপাশি লিঙ্গ তত্ত্ব, সমতা, মানবাধিকার, পুরুষতন্ত্র নিয়ে লেখা কমলার বইগুলি অন্তত ৩০ টি ভাষায় অনূদিত হয়েছে।
গ্রামাঞ্চলে বেড়ে ওঠা কমলা খুব সহজেই প্রান্তিক মহিলাদের সমস্যার কথা বুঝতেন। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করে কমলা চলে গিয়েছিলেন পশ্চিম জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ে। জার্মানির ফাউন্ডেশন ফর ডেভলপমেন্ট ওরিয়েন্টেশন কেন্দ্রে বেশ কিছুদিন কাজ করে কমলা দেশে ফিরে আসেন। বাকি জীবনটা তিনি কাটান দেশের প্রান্তিক মহিলাদের হিতার্থে, নারীদের সমানাধিকারের কথা বলে। বিজ্ঞাপনী পণ্যতে নারীদের যেভাবে উপস্থাপন করা হয় সেই অন্যায়ের বিরুদ্ধে সর্বদা মুখ খুলেছেন কমলা। এক কথায় বললে ভারতীয় নারী আন্দোলনের প্রাণভোমরা ছিলেন কমলা। তাঁর মৃত্যু ভারতীয় নারী আন্দোলনের অপূরণীয় ক্ষতি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2021 10:01 AM IST