এর আগে এই মামলায় ১১ ডিসেম্বর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন জারিন খান৷ তার পরবর্তীতে শুনানির তারিখ ঠিক হয়েছিল ২৬ ডিসেম্বর৷ সেদিন আদালতে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল৷ সেই কারণেই মঙ্গলবার সকালে কলকাতায় পা রাখেন অভিনেত্রী৷ যদিও এ নিয়ে তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি৷ য
এর আগে ২০১৮ সালে জারিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা৷ সেখানে, অর্থাৎ সেই মামলার ভিত্তিতে জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল৷ তার পর ঘটনার তদন্তে নামে নারকেলডাঙা পুলিশ৷ সঠিক তথ্য সামনে আসতে অবশ্য গ্রেফতারি পরোয়ানা বাতিল করে দেওয়া হয় আদালতের তরফ থেকে৷
advertisement
জারিনের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার মোট ছ’টি কালীপুজো উদ্বোধন করার কথা ছিল তাঁর৷ সেই জন্য ১২ লক্ষ টাকা অগ্রীম নিয়েছিলেন জারিন৷ কিন্তু শেষ পর্যন্ত কলকাতায় আসেননি তিনি৷ এমনকী সে কথা বলতে গেলে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে৷