রাখিপূর্ণিমার দিন শুভশ্রী সেজেছিলেন সাদা পোশাকে স্নিগ্ধ সাজে ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রথমে শুভশ্রীর কোলে বসে দিদিদের কাছ থেকে রাখি পরল ইউভান ৷ মায়ের সাহায্যে দিদিদের হাতে তুলে দিল উপহারও!
কপালে জয়টিকা এঁকে দেওয়ার পর ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিলেন শুভশ্রীও ৷ সকলের শেষে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পালা ৷ তিনিও রাখি পরলেন বোনেদের কাছে ৷
advertisement
এক বছর বয়স হওয়ার আগেই নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয় ইউভান ৷ রাজ-পুত্রকে ঘিরে কিছু পোস্ট করলেই তা ভেসে যায় নেটিজেনদের শুভেচ্ছায় ৷ কিছু দিন আগে ইউভানকে নিয়ে পোস্ট করেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় ৷
প্রথম আলাপে ‘ভাগ্নে’ ইউভানকে সব আনন্দের ভাগ উজাড় করে দিতে চান জিৎ ৷ পরে শুভশ্রী একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে জিতের কাছে গিটার শিখছে ছোট্ট ইউভান ৷
শুভশ্রীর শেয়ার করা রাখিবন্ধনের ভিডিয়ো ঘিরেও নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ তবে পারিবারিক আন্দোৎসবের মাঝে সকলের নজর কেড়ে নিয়েছে ইউভানই ৷ নেটিজেনরা সহমত তার উল্লাস দেখার মতো!
ব্যাকগ্রাউন্ডে ‘ভাইয়া মেরে রাখি কে বন্ধন নিভানা’ গানের সুরে আন্তরিক মাত্রা পায় শুভশ্রীর রাখিবন্ধন ভিডিয়োটি ৷ ১৯৫৯ সালে মুক্তি পাওয়া বলরাজ সাহনি, নন্দা অভিনীত ‘ছোটি বহেন’ ছবিতে গানটি প্লেব্যাক করেছিলেন লতা মঙ্গেশকর ৷