TRENDING:

Youtuber Dead Baby Controversy: ডাক্তারি পরিভাষায় 'কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ', সোহিনীর কোল খালি কি এই কারণেই? কী হয় এতে? জানুন

Last Updated:

Youtuber Dead Baby Controversy: সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সোহিনীর চিকিৎসকের শিবেন্দ্রনাথ দাস বা এসএন দাস। উঠে আসে সোহিনীর শারীরিক সমস্যার দিক। জানা গেছে, 'কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজে' মৃত্যু হয়েছে তাঁর সন্তানের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ সোহিনী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁকে সবাই প্রায় চেনেন। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় প্রেগন্যান্সির প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে উদযাপন করেছেন সোহিনী। অনাগত ভবিষ্যতকে ভেবে, কল্পনা করে তাঁর আনন্দ ছিল সীমাহীন। স্বপ্নের বোনা সেই জাল ছিঁড়ে যাবে, কে জানত! মাতৃত্বের সাধ আস্বাদন করলেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গেই কোল শূন্য হয়ে গেল। তাঁর ঘটনার কথা চাউর হতেই সোশ‍্যাল মিডিয়া জুড়ে নানা কথা ভেসে উঠেছে।
ডাক্তারি পরিভাষায় 'কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ'
ডাক্তারি পরিভাষায় 'কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ'
advertisement

নিজেকে সোহিনীর ননদ পরিচয় দিয়ে জানিয়েছেন চিকিৎসকের গাফিলতির কারণে অকালে চলে গিয়েছে সোহিনী ও তাঁর ভাইয়ের সদ্যোজাত পুত্র। শুরু হয় চিকিৎসকে উপর দোষারোপ করা, ও এই মৃত্যুর জন্য তাঁকেই দায়ি করা। সেই নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সোহিনীর চিকিৎসকের শিবেন্দ্রনাথ দাস বা এসএন দাস। উঠে আসে সোহিনীর শারীরিক সমস্যার দিক। জানা গেছে, ‘কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজে’ মৃত্যু হয়েছে তাঁর সন্তানের।

advertisement

আরও পড়ুনঃ ইনফ্লুয়েন্সার সোহিনীর পুত্রশোক, অভিযোগের তির ডাক্তারের দিকে! অবশেষে বাখ‍্যা দিলেন চিকিৎসক

কী এই ‘কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজে’?

আনন্দপুর ফর্টিস হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজাতা মুখোপাধ‍্যায় জানান, ‘প্রেগনেন্সির ২৮ সপ্তাহের পর এবং ডেলিভারির আগে জরায়ুর থেকে রক্তক্ষরণ হলে তাঁকে অ‍্যান্টি-পার্টাম হেমারেজ বলে। এটা অনেক কারণে হতে পারে তার মধ‍্যে একটা হল অ্যাক্সিডেন্টাল হেমারেজে। এটার চান্স প্রায় ৩৫‍%। এটা দু’রকম হয় একটা কনসিলড, আরেকটা রিভিলড। কনসিলডের ক্ষেত্রে রক্তক্ষরণ ভিতরে হয় বাইরে থেকে বোঝা যায় না, রিভিলডের ক্ষেত্রে বোঝা যায় বাইরে থেকে।’

advertisement

তিনি আরও বলেন, ‘কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজে ১০০ জনে একজনের হয়। এই ঘটনায় মা এবং বাচ্চা দুজনেরই মৃত‍্যু হতে পারে।’ কী কারণে হয় এই সমস্যা? সুজাতা জানান, ‘৫ বার আগে সন্তান জন্ম দিল, হাইপারটেনশন থাকলে, যাদের বাচ্চার থলিতে জল বেশি থাকলে আগে জল ভেঙে গেলে এরকম হতে পারে। তাছাড়াও যমজ বাচ্চা হলে, স্মোকিং হ্যাবিট থাকলে, ফোলিক অ‍্যাসিড কম থাকলে, কোকেন আসক্ত হলে, পুরোনো কোনও ট্রমা থাকলে। আগে যদি কারুর সঙ্গে অ্যাক্সিডেন্টাল হেমারেজ হয়ে থাকে তাহলে আবার তা হতে পারে।’

advertisement

কী কী পদক্ষেপ করা উচিত একজন অন্তঃসত্ত্বার?

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশ্রাম নিতে হবে, সতর্ক থাকতে হবে, অতিরিক্ত হাঁটাচলা বা ব্যায়াম করা যাবে না, লাফালাফি করা যাবে না, ডায়েট ঠিক করতে হবে, স্মোকিং করলে সেটা বন্ধ করতে হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Youtuber Dead Baby Controversy: ডাক্তারি পরিভাষায় 'কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ', সোহিনীর কোল খালি কি এই কারণেই? কী হয় এতে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল