TRENDING:

এতদিন তো সিনেমা দেখেছেন, এবার সিনেমা শুনুন !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভাবছেন এ আবার কীরকম শিরোনাম ৷ সিনেমা আবার শোনা যায় নাকি ? উত্তরটা কিন্তু একেবারেই হ্যাঁ, আর এই সুযোগ করে দিচ্ছে ‘audible.in’ ! তাও আবার এমনি-সেমনি সিনেমা নয়, অস্কারের মঞ্চে সেরা হিসেবে মনোনিত সিনেমাগুলোই এবার শোনা যাবে এই প্ল্যাটফর্মে !
advertisement

তা কোন কোন সিনেমা শুনতে পাবেন এই ‘audible.in ’ -এ ?

অস্কারের মঞ্চে সেরা চিত্রনাট্য হিসেবে পুরস্কার পেয়েছে ‘ব্ল্যাক কে ক্লানসম্যান’ ৷ চিত্রনাট্যটি লিখেছিলেন রন স্টলওয়ার্থ ৷ ৭০ দশকের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবির গল্প ৷ একজন পুলিশ ইনস্পেক্টরকে কেন্দ্র করে থ্রিলার ঘরানার গল্পই বলে এই ছবি ৷ যে গল্পে রয়েছে ট্যুইস্ট ৷ যদি এই ছবিটি দেখা না হয়ে থাকে ‘audible.in-এ এই গল্পেরই স্বাদ পাবেন আপনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু এই ছবি নয়, ‘audible.in-এ রয়েছে অস্কারে সেরা হিসেবে মনোনিত হওয়া ছবি ‘দ্য ফেভারিট’, ‘দ্য ওয়াইফ’, ‘দ্য বালাড স্রাগস: অল গোল্ড ক্যানয়োন লন্ডন’ ৷ এই প্রত্যেকটি সিনেমার গল্পই শোনা যাবে ‘audible.in-এ ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
এতদিন তো সিনেমা দেখেছেন, এবার সিনেমা শুনুন !