TRENDING:

Honey Singh Breaks Silence on Divorce: ‘সেপারেশনের পরেই আমি...’, বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ইয়ো ইয়ো হানি সিং

Last Updated:

Honey Singh Breaks Silence on Divorce: গত বছর নভেম্বর মাসে পারস্পরিক বোঝাপড়া এবং চুক্তির মাধ্যমেই এই র‍্যাপার এবং তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিল দিল্লির একটি আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবশেষে শালিনী তলওয়ারের সঙ্গে নিজের বহুচর্চিত বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গায়ক হানি সিং। গত বছর নভেম্বর মাসে পারস্পরিক বোঝাপড়া এবং চুক্তির মাধ্যমেই এই র‍্যাপার এবং তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিল দিল্লির একটি আদালত। যদিও বিচ্ছেদের আবেদন মঞ্জুর করার আগে বিয়েটাকে আরও একটা সুযোগ দেবেন কি না, সেই বিষয়ে হানি সিংয়ের কাছে জানতে চেয়েছিল আদালত। তখন তিনি জানিয়েছিলেন যে, এই জায়গায় এসে একসঙ্গে থাকার আর কোনও মানে নেই।
গত বছর নভেম্বর মাসে পারস্পরিক বোঝাপড়া এবং চুক্তির মাধ্যমেই এই র‍্যাপার এবং তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিল দিল্লির একটি আদালত
গত বছর নভেম্বর মাসে পারস্পরিক বোঝাপড়া এবং চুক্তির মাধ্যমেই এই র‍্যাপার এবং তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিল দিল্লির একটি আদালত
advertisement

Mashable India-র দ্য বম্বে জার্নির একটি খোলামেলা আলাপচারিতায় হানি সিং নিজের ব্যক্তিগত জীবনের উত্থান-পতনের পর্ব তুলে ধরেছেন। বছর দশেক আগে দেশি কলাকার মিউজিক ভিডিও-র শ্যুটিং চলাকালীন সোনাক্ষী সিনহার সঙ্গে আলাপচারিতায় বিবাহ প্রসঙ্গে আলোচনা করেছিলেন ওই গায়ক।

হানি বলেন যে, “লস অ্যাঞ্জেলসে শ্যুটিং চলাকালীন আমার আর সোনাক্ষীর মধ্যে বিবাহ প্রসঙ্গে কথা হয়েছিল। আমার দাম্পত্যজীবন সেই সময় বন্ধুর পথ পার করছিল। আমি তাঁর উপর বিশ্বাস রেখেছিলাম। বিবাহ আসলে কী, সেই প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছিলেন সোনাক্ষী। অথচ সেই সময় তিনি বিবাহিতই ছিলেন না।”

advertisement

আরও খবর: ব্লাড প্রেশারে কি টকদই খাওয়া যায়? টকদই খেলে কতটা বাড়ে রক্তচাপ? জানুন এখনই

কম বয়সেই সোনাক্ষীর পরিণত চিন্তাধারার প্রশংসা করে হানি সিং বলেন, “আমি ওঁর চোখে দেখতে পেয়েছিলাম যে, তিনি বৈবাহিক সম্পর্কের গুরুত্ব গভীর ভাবে বোঝেন। যদিও ওই সময় তিনি বিবাহিত ছিলেন না। সেই কথোপকথন মনে আছে আমার। আমি সত্যিই ওঁর জন্য খুশি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

নিজের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে হানি সিং বলেন যে, “কোনও কিছুই আমায় আর প্রভাবিত করে না। স্মৃতিচারণ করে তিনি বলেন যে, সব কিছু হঠাৎ করেই হয়ে গিয়েছিল। আমি দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলাম। যখন আমার বিচ্ছেদ হয়েছে, তারপর আমার শরীর ঠিক হতে শুরু করেছিল। এরপরেই আমার ওষুধের পরিমাণও কমেছে। আর সাত বছরে প্রথম বার আমার সঙ্গে এমনটা ঘটেছিল।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Honey Singh Breaks Silence on Divorce: ‘সেপারেশনের পরেই আমি...’, বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ইয়ো ইয়ো হানি সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল