TRENDING:

Yash-Madhumita Music Video: মিউজিক ভিডিও-এ ফিরছে ‘পাখি-অরণ্য’ জুটি, মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধছেন যশ

Last Updated:

Yash-Madhumita Music Video Shoot: 'ও মন রে'- নামে একটি মিউজিক ভিডিও-তে আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন যশ-মধুমিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছবি নয় ৷ এবার মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকারকে। 'ও মন রে'- নামে একটি মিউজিক ভিডিও-তে আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পাখি-অরণ্য। এসভিএফ প্রযোজিত এই মিউজিক ভিডিওটি শ্যুট করা হবে আজ, ২ অগাস্ট।
advertisement

২০১৩ সালে 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল যশ ও মধুমিতাকে। পাখি-অরণ্য জুটি দারুণ জনপ্রিয় হয়েছিল। এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই অনুরাগীরা পাখি-অরণ্যকে আবার দেখতে চান। সেই দাবি নেট মাধ্যমে প্রায়ই করে থাকেন তাঁরা। সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে। তবে ছবি কিংবা ধারাবাহিক নয়, মিউজিক ভিডিওতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা।

advertisement

এই মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফি করছেন বিখ্যাত কোরিওগ্রাফার-ডিরেক্টর বাবা যাদব। গানটি গাইছেন বাংলাদেশের স্বনামধন্য গায়ক, তনবীর ইভান। ও মিউজিক ভিডিওটি ফ্রেমবন্দি করছেন, সৌমিক হালদার।

'ও মন রে' -গানটি একটি রোম্যান্টিক গান। যশ-মধুমিতার রসায়ন পারদ কতটা ছড়িয়ে দেয় সেটাই দেখার। ছোট পর্দা দিয়েই এই দুজন তাঁদের কেরিয়ার শুরু করেছিলেন। তবে বড়পর্দাতেও নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন যশ ও মধুমিতা।

advertisement

আপাতত ব্যক্তিগত জীবন নিয়েই খবরের শিরোনামে থাকেন যশ। নুসরত জাহান ও তাঁর সম্পর্ক নিয়ে নানা মুনির নানা মত। অন্যদিকে মধুমিতার লভ লাইফও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে। দু’জনেই চর্চায় রয়েছেন। এঁদের মিউজিক ভিডিও কতটা buzz তৈরি করে সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Arunima Dey

বাংলা খবর/ খবর/বিনোদন/
Yash-Madhumita Music Video: মিউজিক ভিডিও-এ ফিরছে ‘পাখি-অরণ্য’ জুটি, মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধছেন যশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল