TRENDING:

অভিনেতা হিসেবে এখনও মারকাটারি কিছু করিনি, কেন হঠাৎ আক্ষেপের সুর যশের গলায়

Last Updated:

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যশ দাশগুপ্ত। বর্তমানে টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজ করছেন নুসরত জাহানের মনের মানুষ। জনপ্রিয়তার নিক্তিতে বিচার করলেও তাঁকে অনায়াসে সফল বলা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনেতা হিসেবে কোন পাঁচটি জিনিস অর্জন করতে চান?
advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যশ দাশগুপ্ত। বর্তমানে টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজ করছেন নুসরত জাহানের মনের মানুষ। জনপ্রিয়তার নিক্তিতে বিচার করলেও তাঁকে অনায়াসে সফল বলা যায়। তবে যশ মনে করেন, প্রায় এক দশকের বেশি অভিনয় জগতে কাটিয়েও বিশেষ ছাপ ফেলতে পারেননি।

যশের কথায়, "অভিনেতা হিসেবে এখনও পর্যন্ত বিশেষ কিছুই করে উঠতে পারিনি। মনে হয়, সবে কাজ শুরু করেছি। এখনও অনেকটা পথ চলা বাকি। প্রচুর সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে চাই। ভাল কাজ করে পরিচিতি পেলে ভাল লাগবে। আর চাই আমাদের ইন্ডাস্ট্রি পরিচিতি পাক।"

advertisement

আরও পড়ুন: রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা

আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

মুম্বইয়ের টেলি ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে যশের হাতেখড়ি। তারপর টলিউডে আগমন। 'বোঝে না সে বোঝে না'-র হাত ধরে তুমুল জনপ্রিয়তা পান অভিনেতা। এর পর তাঁর ঝুলিতে আসে একের পর এক ছবি। টি সিরিজ প্রযোজিত 'ইয়ারিয়া' ছবিতেও দেখা যাবে তাঁকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনেতা হিসেবে এখনও মারকাটারি কিছু করিনি, কেন হঠাৎ আক্ষেপের সুর যশের গলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল