TRENDING:

Yash Dasgupta:'আমি অপেক্ষা করছি তোমার জন্য', হঠাৎ কার কথা এত মনে পড়ছে যশের

Last Updated:

Yash Dasgupta: হঠাৎ কার জন্য এমন অবস্থা হল যশের, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ যদিও অভিনেতা কারোর নেননি৷ তারপর থেকে জল্পনা আরও বাড়ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিপাড়ার টক অফ দ্য টাউন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসেন। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সকলেই আগ্রহী৷ কখন কী হচ্ছে, কে কোথায় যাচ্ছেন প্রতিটা আপডেট জানার জন্য অনুরাগীরা সবসময়েই ব্যস্ত থাকেন৷ তাদের সম্পর্ক নিয়ে এখনও চর্চা তুঙ্গে৷
'আমি অপেক্ষা করছি তোমার জন্য', হঠাৎ কার কথা এত মনে পড়ছে যশের
'আমি অপেক্ষা করছি তোমার জন্য', হঠাৎ কার কথা এত মনে পড়ছে যশের
advertisement

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ফের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা৷ যশ নিজের একটি ছবি পোস্ট করতেই শুরু হয়েছে জোর চর্চা৷ ছবির ক্যাপশনে লেখা-'যদি তুমি একা অনুভব করো, তাহলে জেনে রাখ আমি তোমার জন্য অপেক্ষা করছি'৷ হঠাৎ কার জন্য এমন অবস্থা হল যশের তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ যদিও অভিনেতা কারোর নাম নেননি৷ তারপর থেকে জল্পনা আরও বাড়ছে৷ নুসরতকে নাকি সদ্যোজাত সন্তানকে-কাকে মিস করছেন যশ? তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ ছবি ভাইরাল হতেই কমেন্টের বন্যা৷

advertisement

আরও পড়ুন- সত্যিই কি প্রেম ভাঙল ঋতাভরীর! চিকিৎসক প্রেমিকের সঙ্গে হঠাৎ কী হল নায়িকার

আরও পড়ুন-হেমা মালিনীর পথেই হাঁটলেন সারা, ট্র্যাফিক এড়াতেই কি উঠলেন মেট্রোতে, নাকি রয়েছে অন্য কোনও কারণ...

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

যশের এই পোস্টে কেউ কেউ যেমন অভিনেতার প্রশংসা করেছেন, তেমনই নেটিজেনদের একাংশ নানা মন্তব্য করেছেন৷ ডেনিম জিন্স, কালো টি-শার্টে অভিনেতার নয়া লুকে মুগ্ধ নেটিজেনরা৷ কেউ লিখেছেন, 'আমরাও আপনার জন্য অপেক্ষা করছি'৷ কার জন্য এমন পোস্ট করেছেন অভিনেতা, তাও জানতে চেয়েছেন ভক্তরা৷ এই মুহূর্তে টলিপাড়ার গন্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন অভিনেতা৷ কাজের সূত্রেই এখন মুম্বইতে রয়েছেন অভিনেতা৷ তবে নুসরত রয়েছেন কলকাতাতেই৷ তবে কি কাছের মানুষদের থেকে দূরে যেতেই তাদের জন্য মন খারাপ হয়েছে যশের, তাই কি এই পোস্ট? যদিও এর কোনও উত্তর জানা যায়নি৷ সম্প্রতি শিলাদিত্য ভৌমিকের পরিচালনায় যশ দাশগুপ্তের সঙ্গে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির কাজ শেষ করে ফেলেছেন নুসরত জাহান। টলিপাড়ার টক অফ দ্য টাউন-কে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। যশ দাশগুপ্তের সঙ্গে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছাড়াও 'শিকার' ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে যশ ও নুসরত জাহানকে ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Yash Dasgupta:'আমি অপেক্ষা করছি তোমার জন্য', হঠাৎ কার কথা এত মনে পড়ছে যশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল