ইয়ামির আসন্ন ছবি ‘আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চেই স্বামী আদিত্য় ধর জানালেন, ‘বেবি অন দ্য ওয়ে’। হবু মা-বাবার মুখে হাসির ঝলক। বৃহস্পতিবার প্রকাশ্যে এল ‘আর্টিকেল ৩৭০’-র ট্রেলার। লঞ্চ ইভেন্টে বরের হাত ধরেই হাজির নায়িকা। এই ছবির প্রযোজক আদিত্য ধর। সাদা ঢিলে গাউনের উপর ক্রিম রঙা হাঁটু ঝুলের কোটে সাজলেন হবু মা।
advertisement
আদিত্য জানান, ‘এই ছবিটা আমাদের ফ্য়ামলি অ্য়াফেয়ার। আমার ভাই রয়েছে, আমার বউ রয়েছে আর হ্য়াঁ, বেবি আসছে। দারুণ সময়, যেভবে ছবিটা ঘটল। আর আমরা জানতে পারলাম সন্তানের কথা’। বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়া সময়ের অপেক্ষা। তার মাঝেই ইয়ামি এবং তাঁর স্বামী পরিচালক আদিত্য ধরের বাবা-মা হওয়ার খবরে খুশির হাওয়া বলিউডে।
আরও পড়ুন: পেটের চর্বি ঝরাতে নাভিঃশ্বাস? এই ব্যায়াম না করলে কোনও লাভ হবে না, জানুন
ঘনিষ্ঠ সূত্রে খবর, “ইয়ামি আর ধর খুব শিগগিরিই আনুষ্ঠানিকভাবে সন্তান আসার খবর দেবেন। যেহেতু দুজনেই এখন ‘আর্টিকল ৩৭০’ সিনেমার প্রচারে ব্যস্ত। তাই সকলকে এই সুখবর জানানোর জন্য তাঁদের তর আর সইছে না।” সেটাই সত্যি হল সিনেমার প্রচারে এসেই সুখবর দিলেন স্বামী আদিত্য ধর।