গুঞ্জন বলছে, শ্রীতমার সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। আর তাই নাকি এইভাবে ছবি দিয়ে তার উদযাপন। ঋত্বিকের কলমে তাই, ‘তুমিও ভেবে দেখো, তুমি হেঁটে দেখো...’। নেপথ্যে বাজছে 'পিকু' ছবির সরোদ থিম। এমনই রোম্যান্টিক আমেজ তৈরি হয়েছে ছবি ঘিরে। কিন্তু এখনও কি নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলতে রাজি নন পর্দার সোমরাজ। দোয়েলের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি নিউজ18 বাংলাকে বললেন, ‘‘আমরা খুবই ভাল বন্ধু। আর এমনিতেই আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে চাই না।’’
advertisement
সমস্ত জল্পনা, গুঞ্জনে জল ঢেলে মুখে কুলুপ আঁটলেন ঋত্বিক। তবে কি সত্যিই দোয়েল-সোমরাজ কেবলই ভাল বন্ধু? উত্তর দেবে সময়।
আরও পড়ুন: একদা সব্জি বিক্রি করে রোজগার, আজ সেই ঋত্বিক ৩০০ কোটির মালিক সোমরাজের চরিত্রে
আরও পড়ুন: পূজা কার প্রেমিকা, ঋত্বিক না বিশ্বাবসু? শিমুলতলা-সফরের ছবি দেখে ধোঁয়াশায় ভক্তরা!
তবে এর আগে খবর রটেছিল, পূজা কয়ালের সঙ্গে প্রেম ছিল ঋত্বিকের। যদিও সে বিষয়ে কথা বলতে রাজি ছিলেন না ‘মন দিতে চাই’-এর নায়ক। কিন্তু 'এই পথ যদি না শেষ হয়' সিরিয়াল চলাকালীন তাঁদের শিমুলতলা সফরের ছবি অনেকের মনেই প্রশ্ন জাগিয়েছিল। তা ছাড়া পূজার ফেসবুক ওয়াল ঘেঁটেও দেখা গিয়েছিল, 'মিস্টার মুখার্জি'কে উৎসর্গ করে প্রেমের পোস্ট দেওয়া। তার পরে সেই সময়ে ঋত্বিক তাঁর নায়িকা অন্বেষা হাজরা এবং পূজার একটি ছবিও পোস্ট করেছিলেন।
সেই সময়ে এই প্রসঙ্গে নিউজ18 বাংলাকে ‘টুকাইবাবু’ বলেন, ‘‘প্রেম তো করি। গাছের সঙ্গে প্রেম করি, আকাশের সঙ্গে প্রেম করি, মানুষের সঙ্গে প্রেম করি।’’ তবে এই হেঁয়ালির পরেই পূজার কথা জিজ্ঞাসা করতে তিনি জানিয়েছিলেন, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়, যা নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন তিনি।
সব মিলিয়ে এ কথা ওপেন সিক্রেট হয়ে রয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে। কিন্তু সেই সম্পর্কে ভাঙন ধরেছে বলেই শোনা যাচ্ছে। আর তার মাসখানেক পর ‘টুকাইবাবু'’ ওরফে ‘সাত্যকী’ ওরফে ‘সোমরাজ’ ওরফে ঋত্বিকের ইনস্টাগ্রামে নয়া জুটির আদুরে ছবি। এবার কেবল সময়ের অপেক্ষা। ‘মন দিতে চাই’-এর গল্প কোন মোড়ে বাঁক নেয়, দেখা যাক।