TRENDING:

Writwik Mukherjee-Shritama Mitra: পর্দার ‘বৌদি’-র প্রেমে ঋত্বিক? মেগার সেট থেকে কি বাস্তবে জুটি বাঁধল দোয়েল-সোমরাজ

Last Updated:

Writwik Mukherjee-Shritama Mitra: এর আগে খবর রটেছিল, পূজা কয়ালের সঙ্গে প্রেম ছিল ঋত্বিকের। যদিও সে বিষয়ে কথা বলতে রাজি ছিলেন না ‘মন দিতে চাই’-এর নায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অভিনয় নিয়েই ব্যস্ত। সোশ্যাল মিডিয়া থেকে খানিক দূরে থাকতেই ভালবাসেন তিনি। তাও আচমকা তাঁর ইনস্টাগ্রামে ছবি দেখে চমকে উঠেছে ভক্তমহল। ঋত্বিক মুখোপাধ্যায় হঠাৎ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন! তাও আবার ‘বৌদি’র সঙ্গে। যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ৷ তবে কি 'হাইলি সাসপিশিয়াস?' তেমনই ইঙ্গিত ইন্ডাস্ট্রির অন্দরমহলেও। পর্দার ভাশুরের মন মজেছে পর্দার বৌদিতেই। এই সব সম্পর্কের সমীকরণ হোক বা নামকরণ, সবই তো পর্দাতেই। তার বাইরের জগৎ তো একেবারে আলাদা৷ সেখানে তাঁরা কেবল ঋত্বিক মুখোপাধ্যায় এবং শ্রীতমা মিত্র। 'মন দিতে চাই' ধারাবাহিকের দুই শিল্পী।
শ্রীতমা-ঋত্বিক
শ্রীতমা-ঋত্বিক
advertisement

গুঞ্জন বলছে, শ্রীতমার সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। আর তাই নাকি এইভাবে ছবি দিয়ে তার উদযাপন। ঋত্বিকের কলমে তাই, ‘তুমিও ভেবে দেখো, তুমি হেঁটে দেখো...’। নেপথ্যে বাজছে 'পিকু' ছবির সরোদ থিম। এমনই রোম্যান্টিক আমেজ তৈরি হয়েছে ছবি ঘিরে। কিন্তু এখনও কি নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলতে রাজি নন পর্দার সোমরাজ। দোয়েলের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি নিউজ18 বাংলাকে বললেন, ‘‘আমরা খুবই ভাল বন্ধু। আর এমনিতেই আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে চাই না।’’

advertisement

সমস্ত জল্পনা, গুঞ্জনে জল ঢেলে মুখে কুলুপ আঁটলেন ঋত্বিক। তবে কি সত্যিই দোয়েল-সোমরাজ কেবলই ভাল বন্ধু? উত্তর দেবে সময়।

আরও পড়ুন: একদা সব্জি বিক্রি করে রোজগার, আজ সেই ঋত্বিক ৩০০ কোটির মালিক সোমরাজের চরিত্রে

আরও পড়ুন: পূজা কার প্রেমিকা, ঋত্বিক না বিশ্বাবসু? শিমুলতলা-সফরের ছবি দেখে ধোঁয়াশায় ভক্তরা!

advertisement

তবে এর আগে খবর রটেছিল, পূজা কয়ালের সঙ্গে প্রেম ছিল ঋত্বিকের। যদিও সে বিষয়ে কথা বলতে রাজি ছিলেন না ‘মন দিতে চাই’-এর নায়ক। কিন্তু 'এই পথ যদি না শেষ হয়' সিরিয়াল চলাকালীন তাঁদের শিমুলতলা সফরের ছবি অনেকের মনেই প্রশ্ন জাগিয়েছিল। তা ছাড়া পূজার ফেসবুক ওয়াল ঘেঁটেও দেখা গিয়েছিল, 'মিস্টার মুখার্জি'কে উৎসর্গ করে প্রেমের পোস্ট দেওয়া। তার পরে সেই সময়ে ঋত্বিক তাঁর নায়িকা অন্বেষা হাজরা এবং পূজার একটি ছবিও পোস্ট করেছিলেন।

advertisement

সেই সময়ে এই প্রসঙ্গে নিউজ18 বাংলাকে ‘টুকাইবাবু’ বলেন, ‘‘প্রেম তো করি। গাছের সঙ্গে প্রেম করি, আকাশের সঙ্গে প্রেম করি, মানুষের সঙ্গে প্রেম করি।’’ তবে এই হেঁয়ালির পরেই পূজার কথা জিজ্ঞাসা করতে তিনি জানিয়েছিলেন, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়, যা নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সব মিলিয়ে এ কথা ওপেন সিক্রেট হয়ে রয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে। কিন্তু সেই সম্পর্কে ভাঙন ধরেছে বলেই শোনা যাচ্ছে। আর তার মাসখানেক পর ‘টুকাইবাবু'’ ওরফে ‘সাত্যকী’ ওরফে ‘সোমরাজ’ ওরফে ঋত্বিকের ইনস্টাগ্রামে নয়া জুটির আদুরে ছবি। এবার কেবল সময়ের অপেক্ষা। ‘মন দিতে চাই’-এর গল্প কোন মোড়ে বাঁক নেয়, দেখা যাক।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Writwik Mukherjee-Shritama Mitra: পর্দার ‘বৌদি’-র প্রেমে ঋত্বিক? মেগার সেট থেকে কি বাস্তবে জুটি বাঁধল দোয়েল-সোমরাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল