কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ব সঙ্গীত দিবস। শিল্পীদের মধ্যে সৌম্যজিৎ-সৌরেন্দ্র ছাড়াও থাকবেন উস্তাদ আমজাদ আলি খান, উস্তাদ রসিদ খান, হরিহরন, ঊষা উত্থুপ, শুভা মুদগাল, পাপন ও শুভমিতা। ৯০ মিনিটের অনুষ্ঠানে প্রত্যেকে একটি করে গান গাইবেন।
সৌরেন্দ্র ও সৌম্যজিৎ নিউজ১৮-কে জানাচ্ছেন, "এমন সম্মানীয় শিল্পীদের সঙ্গে কলকাতায় মহামারীর দু বছর পরে এক মঞ্চে লাইভ হব ভেবেই আমরা খুব উচ্ছসিত। বিশ্ব সঙ্গীত দিবসে সঙ্গীতের মাধ্যমে বন্ধুত্ব, শান্তি ও একতার বার্তা দিতে চাই এবং ঐতিহ্যে ভরা এই কলকাতারও উদযাপন করতে চাই।"
advertisement
আরও পড়ুন- কফি উইথ করণ-এ আসবেন না রণবীর! সুশান্তের মৃত্যু বিতর্কের জেরেই কি সাবধানী তারকারা?
সঙ্গীতের আবহেই বড় হয়ে ওঠা এই দুই শিল্পীর। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক করেই ২০১০ সাল থেকে বিশ্ব সঙ্গীত দিবসে অনুষ্ঠানের আয়োজন করা শুরু ককেন তাঁরা। মূল উদ্দেশ্যেই ছিল, সঙ্গীতের জন্য যাতে কবি, লেখক, শিল্পীরা একত্রিত হন। সব সময়েই সৌরেন্দ্র ও সৌম্যজিৎ কোরাস শিল্পী, নাট্য অভিনেতা, সাউন্ড ইঞ্জিনিয়ার, বিশেষ ধরনের আলো ইত্যাদি নিয়ে অনুষ্ঠান করে এসেছেন। এবারেও সায়েন্স সিটির অনুষ্ঠানে একই ভাবে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করবেন তাঁরা।