রবিবার বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে তাহিরার উদ্দেশে একটি চিঠি লিখলেন আয়ুষ্মান। যার রন্ধ্রে রয়ে গেল প্রেম, আবেগ ও হাতে-হাত ধরে বেঁচে থাকার বোধ। আয়ুষ্মান কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নম্বর দোকানে যে মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, @spokenfest-এ তোমার যাত্রা শুরুর আগে রইল অজস্র অভিনন্দন। তোমাকে ভালবাসি’। তিনি যে তাহিরার লড়াইকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন এবং প্রতি মুহূর্তে তাঁর সাহসে মুগ্ধ হয়েছেন, রবিবারের পোস্টে আয়ুষ্মানের মনের সেকথাই উঠে এসেছে।
advertisement
আরও পড়ুন: চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? কীভাবে বুঝবেন জানুন, দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন
এই পোস্টটি শেয়ার করার পরই নেটিজেনদের আবেগ কার্যত আছড়ে পড়ে কমেন্টবক্সে। বহু মানুষ আয়ুষ্মান-তাহিরার প্রেমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ছবির কালেকশনে রয়েছে তাহিরার পিঠের কাটা দাগের ছবিও। এক সময় ক্যনসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন আগেই।
আরও পড়ুন: কখনও শানু-কখনও উদিত! অলকা ৩৫ বছর স্বামীর থেকে আলাদা! গায়িকার প্রেমজীবন চরম গোপনে রাখা
শুরু থেকেই আয়ুষ্মান জানিয়েছিলেন যে, তাহিরার সঙ্গে এই লড়াইয়ে পাশে থেকেছেন তিনি। তাঁর স্টেজ জিরো স্তন ক্যানসার হয়েছিল বলে জানিয়েছিলেন তাহিরা। দীর্ঘ লড়াইয়ের পর এই রোগ থেকে মুক্তি পেয়েছেন। শুরুর দিন থেকে এই লড়াইয়ে তাহিরার পাশে ছিলেন আয়ুষ্মান। আজ বিশ্ব ক্যানসার দিবসে স্ত্রীকে নিয়ে ফের বিশেষ পোস্ট করলেন অভিনেতা।