‘হিউম্যানস অফ সিনেমা’-র একটি সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ কাশ্যপকে প্রশ্ন করা হয়েছিল যে, কিং খানের প্রতি তাঁর এত মুগ্ধতা থাকা সত্ত্বেও কেন এখনও পর্যন্ত কাজ করেননি তিনি! জবাবে অনুরাগ বলেন, “শাহরুখ অভিনীত আমার প্রিয় ছবি হল ‘চক দে ইন্ডিয়া’। শুধু তা-ই নয়, ‘কভি হাঁ কভি না’ ছবিও রয়েছে পছন্দের তালিকায়। কেরিয়ারের শুরুর দিকে এসআরকে প্রত্যেকের সঙ্গে কাজ করেছেন। তবে এখন শাহরুখ খানের সঙ্গে ছবি করা প্রায় অসম্ভবই বলা চলে! একবার আমার প্রচণ্ড ইচ্ছা হয়েছিল। আমার তো তাঁকে খুবই ভাল লাগে। কিন্তু এখন আমি ভক্তদের ভীষণ ভয় পাই। আর আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে নামীদামি তারকাদের বড়সড় ফ্যানবেসকে বড় ভয় হয়। আসলে ভক্তদের জন্যই অভিনেতারা টাইপকাস্ট হয়ে যান আর ভক্তরা বারবার একই ভূমিকায় পছন্দের তারকাকে দেখতে চান। ফলে তেমনটা না হলে ভক্তরা বিষয়টিকে প্রত্যাখ্যান করেন। সেই কারণে তারকারাও পর্যন্ত নতুন কিছু চেষ্টা করতে ভয় পান।”
advertisement
আরও পড়ুন: অ্যাপ বারবার ক্র্যাশ করছে? সহজ কয়েকটি টিপস মাথায় রাখুন, মাখনের মতো চলবে স্মার্টফোন
জনপ্রিয় চিত্র পরিচালক আরও বলেন যে, “আসলে আমি যেভাবে চাই, সেভাবেই ছবি বানাব। সেটা শুধুমাত্র ভক্তদের জন্য হবে না। কিন্তু এর পরবর্তীতে যা ঘটবে, তার প্রতিক্রিয়া কিংবা পরিণতির জন্য অনেকটাই মাসুল গুনতে হবে। ফলে এসআরকে-র যে বিশাল ব্যাপার, সেটা পূরণ করার ক্ষমতা আমার নেই। যদি শাহরুখের ‘ফ্যান’ ছবিটি ভাল চলত, তাহলে আমি তাঁর সঙ্গে কাজ করার সাহসটা অন্তত দেখাতে পারতাম।”