এই সপ্তাহের বাংলা মেগা সিরিয়ালের তালিকা:
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | অনুরাগের ছোঁয়া |
তৃতীয় | ধূলোকণা |
চতুর্থ | আলতা ফড়িং |
পঞ্চম | খেলনা বাড়ি এবং এক্কা দোক্কা |
ষষ্ঠ | গাঁটছড়া এবং মাধবীলতা |
সপ্তম | নবাব নন্দিনী, গৌরি এল, মিঠাই, |
অষ্টম | সাহেবের চিঠি |
নবম | লক্ষ্মী কাকিমা সুপারস্টার |
দশম | হর গৌরি পাইস হোটেল |
advertisement
আরও পড়ুন : 'আরেকটু থাকতে দাও ওকে..', নেট মাধ্যমে সকলের কাছে আবেদন সব্যসাচীর
অন্য দিকে বাজিমাত করল 'জগদ্ধাত্রী'। অনেকটা নম্বর বেড়েছে এই মেগার। একেবারে প্রথম স্থানে বিরাজ করছে। জগদ্ধাত্রী পুজোর পর থেকেই সিরিয়ালের টিআরপি বেড়েছে অনেকটা। টানটান মুহূর্তগুলির জন্যেই তবে দর্শকের মনজয় করছে এই মেগা।
অনুরাগের ছোঁয়া সিরিয়ালে মা হতে চলেছে দীপা, পাশে নেই সূর্য। তবে এই কঠিন দিনেও পাশে রয়েছেন সূর্যর মা। অনেকটা নম্বর বেড়েছে এই মেগার। দ্বিতীয় স্থানে রয়েছে এই মেগা।
আরও পড়ুন : কবে রিলিজ করবে 'পুষ্পা 2'? অবশেষে জানা গেল দিনক্ষণ, জানুন
লালন আর ফুলঝুরির বিবাহ বিচ্ছেদ হবে তাহলে? তিতিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে নায়কের। আর এদিকে যন্ত্রণায় দিন কাটছে ফুলঝুরির। তবে কি লালন-ফুলঝুরির সম্পর্কের শেষের ইঙ্গিত পেলেন দর্শক? নায়ক-নায়িকার দূরত্বই কি তবে কাছে টানছে দর্শককে? তৃতীয় স্থান দখল করে সে রকমই ইঙ্গিত দিল এই মেগা।