অন্য দিকে বাজিমাত করল 'জগদ্ধাত্রী'। অনেকটা নম্বর বেড়েছে এই মেগার। একেবারে দ্বিতীয় স্থানে বিরাজ করছে। আপাতত মেগায় যা দেখা যাচ্ছে, কৌশিকী মুখোপাধ্যায়ের সন্দেহ হয়েছে জগদ্ধাত্রীকে নিয়ে। তিনি ধরে ফেলেছেন যে নায়ক সয়ম্ভূর সঙ্গে বিয়ে হয়নি তার। তাই ওদের বিয়ে দেওয়ার আয়োজন চলছে। যে দিন বিয়ে হচ্ছে, জগদ্ধাত্রীর বোনের স্বামীর উপর হামলা হতে চলেছে। সিঁদুর পরানোর আগে হামলাকারীকে শ্যুট করছে নায়িকা। ফলে জগদ্ধাত্রী যে ক্রাইম ব্রাঞ্চ অফিসার, সে কথা জানাজানি হয়ে যেতে পারে। এই টানটান মুহূর্তগুলির জন্যেই তবে দর্শকের মনজয় করছে এই মেগা।
advertisement
আরও পড়ুন: পুজোর আগেই নম্বর বাড়ল জগদ্ধাত্রীর, মিঠাইয়ের মৃত্যুর গুঞ্জনেও লাভ হল না, সেরা কে
লালন আর ফুলঝুরির বিবাহ বিচ্ছেদ হবে তাহলে? তিতিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে নায়কের। আর এদিকে যন্ত্রণায় দিন কাটছে ফুলঝুরির। তবে কি লালন-ফুলঝুরির সম্পর্কের শেষের ইঙ্গিত পেলেন দর্শক? নায়ক-নায়িকার দূরত্বই কি তবে কাছে টানছে দর্শককে? প্রথম স্থান দখল করে সে রকমই ইঙ্গিত দিল এই মেগা।
বাকি মেগা কে কোথায়, দেখে নেওয়া যাক টিআরপি তালিকা---
প্রথম স্থান | ধুলোকণা |
দ্বিতীয় স্থান | জগদ্ধাত্রী |
তৃতীয় স্থান | অনুরাগের ছোঁয়া |
চতুর্থ স্থান | আলতা ফড়িং |
পঞ্চম স্থান | গৌরা এল |
ষষ্ঠ স্থান | গাঁটছড়া |
সপ্তম স্থান | সাহেবের চিঠি |
অষ্টম স্থান | মাধবীলতা, এক্কা দোক্কা |
নবম স্থান | নবাব নন্দিনী |
দশম স্থান | মিঠাই |