নায়িকা জানিয়েছেন,মুম্বইয়ের এক নারীকল্যাণমূলক অনুষ্ঠানে তিনি এই ঘটনা প্রকাশ্যে নিয়ে আসেন। দেশের যুবসমাজের এক অংশ নারীদের সম্পর্কে কেমন চিন্তাভাবনা করে থাকেন, সাধারণ নারী থেকে শুরু করে নায়িকা সবাই যে একই ভাবে হেনস্তার শিকার হয়ে থাকেন, কথায় কথায় সেটাই স্পষ্ট করে দিয়েছেন সুস্মিতা।
সুস্মিতার বক্তব্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল মুম্বইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢোকার সময়ে। ভিড়ের মধ্যে একটা হাতের অবাঞ্ছিত স্পর্শ তাঁকে বিব্রত করে তোলে। তবে মার্শাল আর্ট জানার জন্য তাঁর বডি রিফ্লেক্স ভাল, তাই দ্রুত গতিতে পিছন ফিরে সেই হাত ভিড়ের মধ্যে থেকে টেনে বের করে আনতে তাঁর কোনও অসুবিধা হয়নি। আর তার পরেই চমকে যান সুস্মিতা! দেখেন যে একটি বছর পনেরোর ছেলে ধরা পড়েছে!
advertisement
নায়িকা এর পর ঘাড় ধরে ছেলেটিকে একটা কোণায় নিয়ে যান। বলেন, তিনি চেঁচিয়ে লোক জড়ো করতেই পারেন। কিন্তু সেটা করলে ছেলেটির ভবিষ্যৎ অন্ধকারে ভরে যাবে। তাই তিনি ছেলেটিকে শুধু নিজের দোষ স্বীকার করে নিতে বলেন। ছেলেটি প্রথম দিকে কিছুতেই দোষ স্বীকার করছিল না। পরে বেগতিক বুঝে অপরাধ কবুল করে নিতে বাধ্য হয়। সুস্মিতার দাবি, সেই ছেলেটির মতো অনেক ছেলেকেই তাদের পরিবার নারীদের শ্রদ্ধা করতে শেখায় না। হেনস্তার শিকার হয়ে নারীরা যে প্রতিবাদ করতে পারে, সেটাও তাদের কল্পনাতীত। কিন্তু তাদের যথোচিত নীতিবোধের শিক্ষা দেওয়া উচিত। তিনি সেই কাজটাই করেছিলেন যাতে ছেলেটি লজ্জিত হয়ে ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ পায়!
