সালটা ২০১১৷ ভারতে এসেছিলেন বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগ৷ সেই সময় এক সাক্ষাৎকারেই শাহরুখ ও লেডি গাগাকে দেখা যায়৷ সেখানে হাসি-ঠাট্টায় মত্ত ছিলেন দুজনে৷ তবে গাগার ক্ষেত্রে পুরো বিষয়টা যেন উল্টে গেল৷ আচমকাই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷
আরও পড়ুন-‘প্রেগন্যান্ট হেমা মালিনী’! ঘুণাক্ষরে টের পায়নি কেউ, স্ত্রীর জন্য কী করেছিলেন ধর্মেন্দ্র জানেন?
advertisement
আরও পড়ুন-উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় ঠিকরে বেরোচ্ছে দ্যুতি, ঘোড়ার আস্তাবলে এ কোন ‘পরী’,ছবি না দেখলেই মিস!
শাহরুখ ও লেডি গাগার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথম থেকেই লেডি গাগার চায়ের কাপ নিতে চাইছেন শাহরুখ খান৷ বারবার তা দিতে এড়িয়ে যাচ্ছেন গাগা৷ তারপরই মজার ছলেই গাগাকে বলেন, হয়তো আপনার কাছে টাকা নেই, শপিং করতেও পারছেন না৷ তাই আমি আমার এই দামি ঘড়ি আপনাকে উপহার দিতে তাই৷ তবে গায়িকা মোটেই বিষয়টি মজার ছলে নেননি৷ কোনওভাবেই বাদশার থেকে ঘড়িটি নিতে একদমই রাজি হচ্ছিলেন ৷ তারপরই সরাসরি কিং খানের থেকে ঘড়িটি নিতে প্রত্যাখান করে দেন লেডি গাগা৷ বারণ করা সত্ত্বেও শাহরুখ তখন গাগার হাত টেনে তাঁকে ঘড়িটা পরানোর চেষ্টা করেই যাচ্ছেন৷ গাগাও তখন বাদশাকে বলেন, ঘড়িটি তুমি তোমার অনুরাগীদের দিয়ে দিও৷ তারপরই সোফার দিকে এগিয়ে যান শাহরুখ৷ গাগার এতটা কাছাকাছি এগিয়ে যেতে দেখেই শাহরুখকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷