একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে মালাইকা অরোরা (Malaika Arora) থেকে আমির খান (Aamir Khan) সবাই এই ছবি দেখতে এসেছেন। আর সবাইকে এই ছবি কেমন চলবে সেই নিয়ে নানা প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করা হল পরিচালক বিধুকেও। কথায় বলে অধিকন্তু ন দোষায়। অর্থাৎ একটু বেশি বললে বা করলে ক্ষতি নেই। তাই বলে আগ বাড়িয়ে এত কথা বলারও তো কোনও দরকার ছিল না। ছবি ভালো না মন্দ এটুকু বলে দিলেই বিষয়টা অনেক সহজ হয়ে যেত। বিধু সেই পথে গেলেনই না। তিনি বললেন যে ছবির ভবিষ্যৎ কী হতে পারে আর কী হতে পারে না, এই ধারণায় তিনি বিশ্বাস করেন না। সে না-ই করতে পারেন। তবে পরিচালক এখানেই থেমে থাকলেন না। সলমনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন যে এই চরিত্রে দারুণ কাজ করেছেন ভাইজান। কিন্তু একটি ছবি বক্স অফিসে কতটা সফল হচ্ছে বা হচ্ছে না তার উপর ছবিটা ভালো না খারাপ সেটা নির্ভর করে না। এর আগেও প্রচুর ছবি তৈরি হয়েছে যেগুলো বক্স অফিসে সফল হয়নি কিন্তু তার মানে এই নয় যে সেগুলো খারাপ ছবি ছিল।
advertisement
এত কিছু বলার পরেও তিনি বলেন যে তিনি আশা রাখেন ছবি সফল হবে। এবার আবার সেই ঘুরে-ফিরে ছবিতে সলমনের চরিত্র নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। বলতে থাকেন যে এই চরিত্র ফাটাফাটি, সলমন দারুণ অভিনয় করেছেন। এবার শান্তভাবে বাধা দেন স্বয়ং সলমন। তিনি বিনীতভাবে বলেন যে এগুলো আপনি আগে বলেছেন। এবার অন্য কিছু বলুন। আর তখনই ব্রহ্মাস্ত্র ছোঁড়েন পরিচালক। বলেন এই সব ছবি তাঁর মোটেও ভালো লাগে না!
এতক্ষণে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, শুধু ওই শেষের লাইনটি বলবেন বলেই এতক্ষণ ধরে হাবিজাবি বকছিলেন পরিচালক। সত্যি বাপু, ধান ভানতে শিবের গীত কেন যে গায় এই বলিউডের লোকজন!