TRENDING:

নারদ, নারদ! ছবির প্রিমিয়ারে বিধু বিনোদ চোপড়াকে কেন কোণঠাসা করলেন সলমন ?

Last Updated:

পরিচালক বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra) ভাইজানের ছবি নিয়ে করলেন বিরূপ মন্তব্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০১১ সালে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন চুলবুল পাণ্ডেরূপী সলমন খান (Salman Khan)। দাবাং (Dabangg) সিরিজের প্রথম ছবি ছিল সেটা। প্রথা মেনে ছবি হলে মুক্তির আগে দেখানো হয় ইন্ডাস্ট্রির লোকজনকে। আমন্ত্রিত থাকেন অন্যান্য অভিনেতা ও পরিচালকরা। আর সেখানেই ঘটল বিপত্তি। পরিচালক বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra) ভাইজানের ছবি নিয়ে করলেন বিরূপ মন্তব্য।
advertisement

একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে মালাইকা অরোরা (Malaika Arora) থেকে আমির খান (Aamir Khan) সবাই এই ছবি দেখতে এসেছেন। আর সবাইকে এই ছবি কেমন চলবে সেই নিয়ে নানা প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করা হল পরিচালক বিধুকেও। কথায় বলে অধিকন্তু ন দোষায়। অর্থাৎ একটু বেশি বললে বা করলে ক্ষতি নেই। তাই বলে আগ বাড়িয়ে এত কথা বলারও তো কোনও দরকার ছিল না। ছবি ভালো না মন্দ এটুকু বলে দিলেই বিষয়টা অনেক সহজ হয়ে যেত। বিধু সেই পথে গেলেনই না। তিনি বললেন যে ছবির ভবিষ্যৎ কী হতে পারে আর কী হতে পারে না, এই ধারণায় তিনি বিশ্বাস করেন না। সে না-ই করতে পারেন। তবে পরিচালক এখানেই থেমে থাকলেন না। সলমনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন যে এই চরিত্রে দারুণ কাজ করেছেন ভাইজান। কিন্তু একটি ছবি বক্স অফিসে কতটা সফল হচ্ছে বা হচ্ছে না তার উপর ছবিটা ভালো না খারাপ সেটা নির্ভর করে না। এর আগেও প্রচুর ছবি তৈরি হয়েছে যেগুলো বক্স অফিসে সফল হয়নি কিন্তু তার মানে এই নয় যে সেগুলো খারাপ ছবি ছিল।

advertisement

এত কিছু বলার পরেও তিনি বলেন যে তিনি আশা রাখেন ছবি সফল হবে। এবার আবার সেই ঘুরে-ফিরে ছবিতে সলমনের চরিত্র নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। বলতে থাকেন যে এই চরিত্র ফাটাফাটি, সলমন দারুণ অভিনয় করেছেন। এবার শান্তভাবে বাধা দেন স্বয়ং সলমন। তিনি বিনীতভাবে বলেন যে এগুলো আপনি আগে বলেছেন। এবার অন্য কিছু বলুন। আর তখনই ব্রহ্মাস্ত্র ছোঁড়েন পরিচালক। বলেন এই সব ছবি তাঁর মোটেও ভালো লাগে না!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এতক্ষণে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, শুধু ওই শেষের লাইনটি বলবেন বলেই এতক্ষণ ধরে হাবিজাবি বকছিলেন পরিচালক। সত্যি বাপু, ধান ভানতে শিবের গীত কেন যে গায় এই বলিউডের লোকজন!

বাংলা খবর/ খবর/বিনোদন/
নারদ, নারদ! ছবির প্রিমিয়ারে বিধু বিনোদ চোপড়াকে কেন কোণঠাসা করলেন সলমন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল