২০১৯ সালে সোশ্যাল মিডিয়া স্টার (Social Media Star) অনুষ্ঠানে এসে করণ বলেছিলেন লাস্ট স্টোরিজের শেষের গল্প নিয়ে তাঁর মায়ের আপত্তি ছিল। তিনি বিষয়টিকে একদম পছন্দ করেননি। যেখানে দেখানো হয়েছিল মহিলারা নিজের মতো করে কী ভাবে যৌনসুখ খুঁজে নিতে পারেন। ছবিতে আভিনয় করেছিলেন কিয়ারা আদবানি Kiara Advani), ভিকি কৌশল (Vicky Kaushal) ও নেহা ধুপিয়া (Neha Dhupia)। করণ বলেন, “কিয়ারা অভিনীত যৌনতা ও উত্তেজনা ভরা অংশগুলি নিয়ে মা খুব আপত্তি জানায়, মা বলে যে করণ এই সব দেখানোর দরকার কি ছিল? আমি বলেছিলাম মা এটাই বাস্তব। ”
advertisement
করণের রকি অউর রানি কি প্রেম কাহানির কাস্টিং হয়ে গিয়েছে। ছবিতে আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর সিংকে (Ranveer Singh) দেখা যাবে। এই ছবিতে আরও থাকছেন ধর্মেন্দ্র (Dharmenda) ও জয়া বচ্চন (Jaya Bachchan)। আলিয়া ও রণবীর এর আগে গলি বয় (Gully Boy) ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এছাড়াও তখত (Takht) ছবির কাজ বাকি রয়েছে। ভিকি কৌশল, অনিল কাপুর (Anil Kapoor), জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor) ও করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) অভিনয় করবেন এই ছবিতে।