কিন্তু সম্প্রতি এক সংবাদমাধ্যম দাবি তুলেছে যে ছবির ব্যবসায়িক সাফল্য ইমরানের বলিউড ছাড়ার কারণ নয়। একটানা ছবি ফ্লপ যাওয়ার পর্ব অনেক নায়ক বা নায়িকার জীবনেই এসেছে, সেটা ছায়াছবির ইতিহাসে নতুন কিছু নয়। কিন্তু ইমরান না কি ২০১৪ সালেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে তিনি আর বলিউডে টিঁকতে পারছেন না!
হিন্দুস্তান টাইমস এই প্রসঙ্গে তুলে ধরেছে ২০১৪ সালে সোশ্যাল মিডিয়া রেডিট (Reddit) মারফত ইমরানের সঙ্গে তাঁর ভক্তদের এক কথোপকথন। সেই সাক্ষাৎকারভিত্তিক পর্বটির নাম ছিল আস্ক মি এনিথিং। সেখানে এক ভক্ত জানতে চান যে ইমরান কি সচেতন ভাবেই বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক যতটা সম্ভব এড়িয়ে চলেন? তাঁর কি এই ইন্ডাস্ট্রিতে নিজেকে বহিরাগত বলে মনে হয়?
advertisement
দেখা গিয়েছে যে বেশ ধৈর্য নিয়ে এক এক করে এই ব্যক্তির সব প্রশ্নের উত্তর ইমরান দিয়েছিলেন। জানিয়েছিলেন, বলিউডের সঙ্গে মেলামেশার চেয়ে তিনি পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন। কথা প্রসঙ্গে জানান- তিনি টিভি দেখেন না! কেন না, সেটাও তাঁকে কোনও না কোনও ভাবে বলিউডের বৃত্তের কথা মনে করিয়ে দেয়। আর বলিউডের এই পরিবেশ ইমরানের মতো রীতিমতো শ্বাসরোধ করার!
অর্থাৎ বলিউড যে ইমরানকে কোনও দিনই ভালো ভাবে গ্রহণ করেনি, ইমরানও যে এই ইন্ডাস্ট্রির ইঁদুরদৌড়ের সঙ্গে পাল্লা দিতে চান না- সেই দুই ব্যাপারই ২০১৪ সালে স্পষ্ট হয়ে উঠেছে। এর পর একটা সময়ে বলিউড ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত ইমরান নিয়েই ফেলেন!
