রাজ্যের সিনেমা হলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি আইন চালু রয়েছে রাজ্যে৷ বাংলা সিনেমাকে উৎসাহ দিতে ২০১৮ সালে সেই আইন সংশোধন করে একটি নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার৷
আরও পড়ুন: বড় পর্দায় বাবা-মেয়ের গল্প, 'আয় খুকু আয়' নিয়ে এলেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া
সেই নির্দেশিকা অনুযায়ী, জিটিএ এলাকা বাদ দিয়ে রাজ্যের সর্বত্র প্রত্যেকটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সকে দুপুর ১২টা থেকে রাত ৯টার মধ্যে বছরে অন্তত ১২০ দিন ন্যূনতম একটি শোয়ে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক৷
advertisement
রাজ্যের সব সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এই নির্দেশ মানছে কি না, এবার সেটাই জানতে উদ্যোগী হল রাজ্য সরকার৷ শেষ তিন বছরে রাজ্যের সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলিতে কতগুলি বাংলা সিনেমার শো দেখানো হয়েছে, এবং কোন সময়ে তা দেখানো হয়েছে, চিঠি দিয়ে সেই তথ্যই জানতে চেয়েছে রাজ্য৷ আইনক্স, পিভিআর-এর মতো জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেনগুলিকে যেমন এই চিঠি দেওয়া হয়েছে, সেরকমই সব সিঙ্গল স্ক্রিন সিনেমা হল মালিকদেরকেও এই চিঠি পাঠানো হয়েছে৷ আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই তথ্য রাজ্য সরকারের কাছে জমা দিতে হবে৷