টলিউডের মেগা বিয়ে বলে কথা। সাত পাকে বাঁধা পড়ছেন 'রাজশ্রী'। গোধূলি লগ্নে বিয়ে। শুভশ্রীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বাঙালি মতেই হবে বিয়ের অনুষ্ঠান।
নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন প্রিয় বন্ধু রুদ্রনীল ঘোষ, সৃজিত, পদ্মনাভ দাশগুপ্ত ছাড়া, নীল রায় ও ফালাক রশিদ-সহ টলিটাউনের আরও অনেক হেভিওয়েটরা!
advertisement
সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে এলাহি ব্যাপার ৷ কেমন সাজে সেজে উঠতে চলেছেন এই দুই তারকা সেই সমস্ত কিছুর হদিশ দিলেন রাজের খুব কাছের বন্ধু নীল রায় ৷
তিনি জানিয়ছেন, নাম করা ডিজাইনারদের সাজে সেজে উঠেছেন ৷ শুভশ্রী সেজেছেন বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে ৷
আর রাজের বর-পোশাকের ডিজাইন করেছেন রাজ বন্দ্যোপাধ্যায় ৷
সবুজ রংয়ের ডিজাইনার পাঞ্জাবিতে সেজেছেন রাজ ৷ ইতিমধ্যেই তিনি হাজির হয়ে গিয়েছেন ছাদনাতলায় ৷ তাঁকে বরণ করে নিচ্ছেন শুভশ্রীর বাড়ির মহিলারা ৷
ছবি সৌজন্যে : নীল রায় ৷