চলতি বছরের মে মাসেই কেদারনাথ গিয়েছিলেন সারা আলি খান। দর্শণ করেন উত্তরাখণ্ডের আরও একাধিক পীঠস্থান। সারা-কে শেষ দেখা যায় ভিকি কৌশলের বিপরীতে ‘জারা হটকে, জারা বচকে’ ছবিতে। আগামীতে তাঁকে দেখা যাবে ‘ অ্যায় বতন মেরে বতন’-এ। পাইপলাইনে রয়েছে ‘ মেট্রো… ইন দিনি’, ‘মার্ডার মুবারক’।
advertisement
এ’বছর ১ জুলাই থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু জম্মুতে প্রবল বৃষ্টির কারণে প্রথম দিনেই বাতিল হয় যাত্রা। যাত্রা বাতিল হয় দ্বিতীয় দিনেও। ফলে জম্মু ও আমরনাথের পথে বিভিন্ন জায়গায় আটকে যান পুণ্যার্থীরা। জুলাই মাসের শুরু থেকেই জম্মু-সহ আশাপাশের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি হয়। মহাগুন টপ-সহ অমরনাথ গুহা সংলগ্ন এলাকায় বৃষ্টির সঙ্গে হয় তুষারপাতও। সেই সময় অমরনাথ শ্রাইং বোর্ডের তরফে বলা হয়, ” আবহাওয়া ও প্রবল বৃষ্টির জন্য পহেলগাওঁ ও বালতাল-দুই রুটেই যাত্রা বাতিল করা হয়েছে। ভগবতীনগর বেস ক্যাম্পে যেসব পুণ্যার্থী রয়েছেন তারা আপাতত সেখানেই থাকবেন। আবাহাওয়া ঠিক হলে ফের যাত্রা শুরু হবে।”