টিজার প্রকাশ হতেই দেখা গেল, সেই পুরনো টিমকেই ৷ তবে একেবারে অন্যরূপে ৷ আর এবার এই টিমে যোগ দিয়েছেন শ্রদ্ধা কাপুরও ৷ এবারের গল্পটা শুরু হবে মেঘালয়ে৷ যেখান থেকেই যাত্রা শুরু করবে রক অন !
জল্পনা-কল্পনা ছিল তুঙ্গে ৷ সব্বাই জানতেন ফারহান খান ব্যস্ত ‘রকঅন ২’ ছবি নিয়ে ৷ কিন্তু কাউকে কিছু টের পেতে দেননি ফারহান ৷ কারণ, নতুন ‘রকঅন’ ছবিতে রয়েছে প্রচুর চমক ৷ তাই হয়তো ব্যাপারটা গোপনে গোপেন সেরে ফেলেছিলেন ফারহান ৷
advertisement
তবে এবার আর লুকনো নয় ৷ প্রকাশ্যে চলে এল ‘রকঅন ২’-এর পোস্টার ৷ পোস্টারে দেখা মিলল গোটা ‘রকঅন ২’ টিমকে ৷ ছবিটি মুক্তি পাবে ১১ নভেম্বর৷
গোপন গোপনে চলছিল শ্যুটিং ৷ মিডিয়ার নজর থেকে দূরে ৷ ফারহান আখতার পাখির চোখ রেখেছিলেন, শ্যুটিং ফ্লোর থেকে যেন কোনও খবর বাইরে না বেরিয়ে আসে ৷ কিন্তু শেষমেশ আর আটকে রাখতে পারলেন না নিজেকে ৷
ফারহান আখতারের ‘রক অন’ ছবি বক্স অফিসে লাগিয়েছিল তাক ! পুরস্কারও পেয়েছিল অনেক ৷ তারপর থেকেই ফারহান চেয়েছিলেন ‘রক অন’ ছবির সিকোয়েল তৈরি করতে ৷ আর যেমন ভাবনা তেমনি কাজ ৷