বলিউডে পা রাখার পর থেকেই তাঁকে শুনতে হচ্ছে তিনি নাকি ‘জঙ্গিদের দেশের মেয়ে’ ৷ এই সব মন্তব্য তাঁকে পীড়িত করে ৷ অথচ আফগানিস্তানের অতীতের ছবি কীরকম ছিল, সে কথা মা-দিদিমার কাছ থেকে শুনেছেন তিনি ৷ জানিয়েছেন আফগানিস্তানের মানুষ বলিউডের ছবি দেখতে খুবই ভালবাসেন ৷ তাঁরা হিন্দি ছবির গুণমুগ্ধ ৷
বলিউডে পা রাখার আগে ওয়ারিনা নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করেছেন ৷ বেশ কিছু দিন মডেলিং করেছেন ৷ অভিনয় করেছেন বিজ্ঞাপনে ৷
advertisement
শোনা যায় সলমন খান প্রথমে ‘লভযাত্রী’-র জন্য অসংখ্য মেয়েকে নিয়ে অডিশন করেছিলেন ৷ অবশেষে চূড়ান্ত করেছিলেন ওয়ারিনাকেই ৷ সব রকমের পোশাকেই ওয়ারিনা গ্ল্যামারাস ৷ সামাজিক মাধ্যমে নিজের প্রচুর ছবি শেয়ার করেন তিনি ৷ তবে তিনি সামাজিক মাধ্যমে এসেছেন বেশ দেরিতেই ৷ দীর্ঘ দিন নিজেকে সরিয়ে রেখেছিলেন সামাজিক মাধ্যম থেকে ৷
এর পর ওয়ারিনাকে দেখা যাবে ‘দ্য ইনকমপ্লিট ম্যান’ ছবিতে ৷ এ ছাড়াও তিনি অভিনয় করবেন একটি দক্ষিণী ছবিকে ৷