জীবনের সেই অন্ধকার অধ্যায় নিয়ে সম্প্রতি কথা বললেন বিবেক। জানালেন, পেশাগত জীবনের নানা জটিলতার কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়েন অভিনেতা। দু:সময়ে পাশে পেয়েছিলেন পরিবারকে। তিনি বলেন, "ইন্ডাস্ট্রি অনেক সময়ে খুব নির্দয় হয়ে ওঠে। কিছু মানুষের ভালবাসা আমাকে বাঁচিয়ে রেখেছিল সেই সময়ে। না হলে নিজেকে হারিয়ে ফেলছিলাম।"
নাম না করেই ইন্ডাস্টির একাংশকে কাঠগড়ায় তুলে বিবেক জানান, সুপরিকল্পিত ভাবে তাঁকে অবসাদের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। নৈরাশ্য একটু একটু করে গ্রাস করছিল তাঁকে। সেই সময়ে স্ত্রী প্রিয়াঙ্কা আলভা ছিলেন তাঁর একমাত্র সঙ্গী। বিবেক বলেন, "এই অভিজ্ঞতার কারণেই সুশান্ত বা ওঁর মতো অন্যদের যন্ত্রণাটা অনুভব করতে পারি। ইন্ডাস্ট্রি খুব কঠোর। ওরা মিথ্যেটা এত জোর দিয়ে বলবে যে সেটাকেই সত্যি মনে হবে।"
advertisement
দু:সময় কাটিয়ে উঠেছেন বিবেক। মনের জোরে ঘুরে দাঁড়িয়েছেন ফের। আপতত তাঁর হাতে একগুচ্ছ কাজ। সব মিলিয়ে এখন বেজায় ব্যস্ত অভিনেতা।
