সূত্রের খবর, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এর অভিনেত্রীকে ধাক্কা মারেন। কিন্তু আঘাত নিয়েও সে দিনের শ্যুটিং শেষ করেন পল্লবী। তার পরে স্থানীয় এক হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন। খবর, আপাতত তিনি সুস্থ আছেন।
আরও পড়ুন: কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!
advertisement
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
চলতি বছর স্বাধীনতা দিবসের দিন, ১৫ অগাস্ট এই ছবি মুক্তি পাবে। বিবেকের ‘দ্য কাশ্মীর ফাইলস’ ২০২২ সালের বাণিজ্যিক ভাবে সফল ছবিগুলির মধ্যে একটি। সেখানে অভিনয় করেছিলেন পল্লবী, দর্শন কুমার, অনুপম খের, মিঠুন চক্রবর্তী প্রমুখ।
প্রসঙ্গত, ২০২৩ সালের অস্কারের রিমাইন্ডার লিস্টে জায়গা করে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। পরিচালক বিবেক ট্যুইট করেন, 'আমাদের ছবিটি অস্কার ২০২৩-এর দ্য অ্যাকাডেমির প্রথম লিস্টে এই ছবি শর্টলিস্টেড হল। ভারতের তরফে যে ৫টি ছবি এই লিস্টে জায়গা করে নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। আমি বাকি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ছবির জন্য এটা একটি দারুণ বছর।
যদিও তাঁর এই ছবি নিয়ে কম জলঘোলা হয়নি সারা দেশে। মাসখানেক আগে ৫৩তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে জুরি চেয়ারম্যান, ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড তীব্র নিন্দা করে এই ছবিকে 'উদ্দেশ্যমূলক', 'অভব্য' তকমা দেন। তার পরেই ছবির শিল্পীরা একে একে ভর্ৎসনা শুরু করেন।