আরও পড়ুন Actress in danger: টলি নায়িকা মহাবিপদে? আশঙ্কায় ফেসবুকে পোস্ট করলেন উদ্বিগ্ন পরিচালক
গত বছরের গোড়ায় প্রথম সন্তানের মা হন অনুষ্কা৷ বিরাট ও অনুষ্কা তাঁদের সন্তানের নাম রেখেছেন ভামিকা৷ মেয়ের বয়স ১ বছর হয়েছে৷ সংখ্যাতত্ববিদ সঞ্জয় বি জুমানি এ প্রসঙ্গে বলেছেন সর্বভারতীয় সংবাদমাধ্যমে৷ তাঁর অনুমান, আগামী দু’ বছরের মধ্যে দ্বিতীয় বার মা হবেন বিরাট ঘরনি৷ জুমানির বলেছেন যে, ‘‘৩৭ বা ৩৮ বছর বয়সে আবার অনুষ্কার মা হওয়ার সম্ভাবনা আছে৷’’
advertisement
সদ্য জন্মদিন কাটিয়েছেন অনুষ্কা৷ বিরাট রয়েছেন তাঁর সঙ্গে৷ এবার একসঙ্গে দু’জনের শরীরচর্চার ছবি পোস্ট করলেন বিরাট নিজেই৷ দ্বিতীয় সন্তানের বিষয় কোনও মন্তব্য না করে আপাতত দু’জনের ফিটনেস কতটা, তা ভক্তদের বোঝানোর চেষ্টা করলেন বিরাট৷ অনুষ্কা রইলেন তাঁর পাশে৷ বিরাট লিখলেন, আমার প্রিয় জায়গায়, প্রিয় মানুষের সঙ্গে! স্বামী-স্ত্রী দু’জনে যেন একসঙ্গে পেশি শক্তি বাড়ানোর টিপস দিলেন! একদিনে ওয়েটলিফটিং করলেন বিরাট, অন্যদিনে ডমবেল হাতে একসার্সাইজ করলেন অনুষ্কা৷
ছিপছিপে শরীরে দুর্দান্ত কাপল গোলে সবাইকে মুগ্ধ করলেন তারকা দম্পতি৷
আরও পড়ুন Tollywood Breakup: বাস্তবে প্রেম ভাঙল মন ফাগুন-এর পিহু ওরফে সৃজলার, প্রাক্তন প্রেমিক রোহন লিখলেন...
এখন আইপিএল ২০২২ খেলছেন বিরাট৷ কিন্তু তাঁর পাখির চোখ এই বছরের শেষের দিকে অক্টোবর -নভেম্বরের অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ৷ তাই আইপিএলের মধ্যেই সেই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি৷ একটি লক্ষ্যও সেট করে নিয়েছেন নিজের জন্য৷ দুনিয়ার সেরা ফিটনেস যুক্ত ক্রিকেটারদের তালিকায় একদম প্রথমের দিকে আসেন বিরাট৷ এরপরেও তিনি প্রতিটা বড় টুর্নামেন্টের জন্য আলাদা করে নতুন ফিটনেস প্রোগ্রামে কাজ করেন৷ টি টোয়েন্টি বিশ্বকাপ আর কয়েকমাস বাদেই৷ এই অবস্থায় এই মেগা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি সারছেন তিনি৷ করছেন কড়া মেহনত৷