TRENDING:

Virat-Anushka Video: একই ঘরে স্ত্রী অনুষ্কার সঙ্গে কীভাবে শরীরচর্চা করেন বিরাট? শেয়ার হল ভিডিও, দেখুন

Last Updated:

ছিপছিপে শরীরে দুর্দান্ত কাপল গোলে সবাইকে মুগ্ধ করলেন তারকা দম্পতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিরুষ্কাকে নিয়ে চর্চা চলে বছরভর৷ তারকা জুটি দুর্দান্ত হিট, চিরকাল৷ বিরাট কোহলির (Virat Kohli) খেলা নিয়ে যেমন কাটাছেঁড়া হয়, অনুষ্কার (Anushka Sharma) অভিনয় ক্ষমতা নিয়ে হয় আলোচনা, তেমনই তাঁদের ব্যক্তিগত জীবনের উপর নজর থাতে সবসময়৷ কিছুদিন ধরেই জল্পনা চলছে বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান নিয়ে! অর্থাৎ আবার কি তাঁদের ঘরে আলো করে আসতে চলেছে কেউ৷ আবার কি সন্তানসম্ভবা হবেন অনুষ্কা৷ এক প্রখ্যাত নিউমারোলজিস্ট অনুমান করেছেন যে তিনি আবার মা হতে পারেন! সেই থেকে শুরু হয়েছে গুঞ্জন৷
advertisement

আরও পড়ুন Actress in danger: টলি নায়িকা মহাবিপদে? আশঙ্কায় ফেসবুকে পোস্ট করলেন উদ্বিগ্ন পরিচালক

গত বছরের গোড়ায় প্রথম সন্তানের মা হন অনুষ্কা৷ বিরাট ও অনুষ্কা তাঁদের সন্তানের নাম রেখেছেন ভামিকা৷ মেয়ের বয়স ১ বছর হয়েছে৷ সংখ্যাতত্ববিদ সঞ্জয় বি জুমানি এ প্রসঙ্গে বলেছেন সর্বভারতীয় সংবাদমাধ্যমে৷ তাঁর অনুমান, আগামী দু’ বছরের মধ্যে দ্বিতীয় বার মা হবেন বিরাট ঘরনি৷ জুমানির বলেছেন যে, ‘‘৩৭ বা ৩৮ বছর বয়সে আবার অনুষ্কার মা হওয়ার সম্ভাবনা আছে৷’’

advertisement

সদ্য জন্মদিন কাটিয়েছেন অনুষ্কা৷ বিরাট রয়েছেন তাঁর সঙ্গে৷ এবার একসঙ্গে দু’জনের শরীরচর্চার ছবি পোস্ট করলেন বিরাট নিজেই৷ দ্বিতীয় সন্তানের বিষয় কোনও মন্তব্য না করে আপাতত দু’জনের ফিটনেস কতটা, তা ভক্তদের বোঝানোর চেষ্টা করলেন বিরাট৷ অনুষ্কা রইলেন তাঁর পাশে৷ বিরাট লিখলেন, আমার প্রিয় জায়গায়, প্রিয় মানুষের সঙ্গে! স্বামী-স্ত্রী দু’জনে যেন একসঙ্গে পেশি শক্তি বাড়ানোর টিপস দিলেন! একদিনে ওয়েটলিফটিং করলেন বিরাট, অন্যদিনে ডমবেল হাতে একসার্সাইজ করলেন অনুষ্কা৷

advertisement

ছিপছিপে শরীরে দুর্দান্ত কাপল গোলে সবাইকে মুগ্ধ করলেন তারকা দম্পতি৷

আরও পড়ুন Tollywood Breakup: বাস্তবে প্রেম ভাঙল মন ফাগুন-এর পিহু ওরফে সৃজলার, প্রাক্তন প্রেমিক রোহন লিখলেন...

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এখন আইপিএল ২০২২ খেলছেন বিরাট৷ কিন্তু তাঁর পাখির চোখ এই বছরের শেষের দিকে অক্টোবর -নভেম্বরের অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ৷ তাই আইপিএলের মধ্যেই সেই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি৷ একটি লক্ষ্যও সেট করে নিয়েছেন নিজের জন্য৷ দুনিয়ার সেরা ফিটনেস যুক্ত ক্রিকেটারদের তালিকায় একদম প্রথমের দিকে আসেন বিরাট৷ এরপরেও তিনি প্রতিটা বড় টুর্নামেন্টের জন্য আলাদা করে নতুন ফিটনেস প্রোগ্রামে কাজ করেন৷ টি টোয়েন্টি বিশ্বকাপ আর কয়েকমাস বাদেই৷ এই অবস্থায় এই মেগা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি সারছেন তিনি৷ করছেন কড়া মেহনত৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Virat-Anushka Video: একই ঘরে স্ত্রী অনুষ্কার সঙ্গে কীভাবে শরীরচর্চা করেন বিরাট? শেয়ার হল ভিডিও, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল