এখানেই শেষ নয়। সোনু তাঁর টুইটার হ্যান্ডেলকে রীতিমতো একটা হেল্প সেন্টারে পরিণত করেছিলেন। গোটা দেশের অসহায় মানুষ সোনু সুদকে টুইটারে জানিয়েছেন তাঁদের সমস্যার কথা। দেরি না করে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছেন সোনু। মানুষকে সাহায্য করবেন বলে বন্দক রেখেছেন নিজের বিলাসবহুল ফার্ম হাউস। বিক্রি করেছেন বেশ কিছু সম্পত্তি। বিদেশ থেকে ছাত্রদের ফেরানো হোক বা প্রত্যন্ত গ্রামের গরীব মেয়েকে পড়াশুনোতে সাহায্য সব করেছেন সোনু সুদ। ঠিক তার পর থেকেই সোনু সুদের বাড়ির চিত্রটাই বদলে গেছে।
advertisement
প্রতিদিন সকালে কয়েক শো মানুষ ভিড় জমান সোনু সুদের বাড়ির সামনে। কারও বাচ্চার চিকিৎসার জন্য টাকা দরকার, কারও পড়াশুনো আটকে গেছে অভাবে, কারও সংসার চলছে না কাজ নেই বলে, কেউ ফিরতে চান নিজের গ্রামে। এমন হাজার সমস্যা নিয়ে মানুষ এসে ভিড় করেন সোনুর দরজায়। অবাক বিষয় হল সোনু নিজে প্রতিদিন এসে এই সব মানুষের কথা শোনেন। এবং নিজের সাধ্যমতো তাঁদের সকলকে সাহায্য করেন। একটা টিম তৈরি করেছেন সোনু। যারা সকলের সমস্যা জেনে নেয়। সোনু নিজেও শোনেন। তারপর এক এক করে সমাধান করেন। বর্তমানে বৃষ্টিতে মুম্বই ভেসে যাচ্ছে। কিন্তু সোনু সুদের বাড়ির সামনে মানুষের ভিড় কমেনি। রোজ আসছেন বহু মানুষ। এমন সোনুকে ভগবানের রূপ ছাড়া আর কি বলা যায়! সম্প্রতি একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।