শ্রুতি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানা কিছু পোস্ট করেন তিনি। কিছুদিন আগেই শ্রুতির একটি পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়। সেখানে প্রেম নিয়ে একটি লাইন লেখেন তিনি। আর তাতেই ধরে নেওয়া হয় শ্রুতি ও পরিচালক স্বর্ণেন্দু সম্মাদারের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে সকলের ভুল ভাঙিয়ে দেন শ্রুতি নিজেই। তিনি জানান স্বর্ণেন্দুর সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। বরং তাঁরা ছুটিয়ে প্রেম করছেন(Viral Video)।
advertisement
সরস্বতী পুজোতে সেই প্রেমের প্রমাণ দিলেন শ্রুতি স্বর্ণেন্দু(Viral Video)। নায়িকা তাঁর ইনস্টাগ্রামে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। সেখানে বাজছে 'তোমায় হৃদ মাঝারে রাখব' গানটি। শাড়ি পরে একটি গলি থেকে বেরিয়ে আসছেন শ্রুতি। মাঝ রাস্তায় তাঁর জন্য অপেক্ষায় প্রেমিক স্বর্ণেন্দু। নোয়া ওরফে শ্রুতিকে দেখেই হাত টেনে ধরলেন তিনি। সোজা স্বর্ণেন্দুর বুকে মাথা রেখে দিলেন শ্রুতি। এখানেই শেষ নয়। এর পর রাস্তায় হাঁটতে লাগলেন জুটিতে।
হঠাৎ হোঁচট খেলেন শ্রুতি। শাড়ির কুচি খুলে গেল। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝে বসে শ্রুতির শাড়ির কুচি ধরলেন প্রেমিক স্বর্ণেন্দু। এ যেন ফিরে যাওয়া সেই স্কুল জীবনে। সে সময় প্রেমিক প্রেমিকারা এক রঙের পাঞ্জাবি শাড়ি পরে। ঠিক শ্রুতি ও স্বর্ণেন্দুর মতোই। রাস্তার মাঝে একটু আলগোছে বুকে মাথা রাখা। একটু প্রেম। এই নিয়েই তো জমে ওঠে এই দিনের ভালবাসা। ঠিক যেন সেই কথাই বললেন শ্রুতি-স্বর্ণেন্দু(Viral Video)।
আরও পড়ুন: দেড় বছরেই হাতেখড়ি ইউভানের ! সরস্বতী পুজোয়ে মাতলেন রাজ-শুভশ্রী !
এই ভিডিও শেয়ার করে শ্রুতি লিখলেন, 'ভালবাসি।" যা দেখেই প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। তাঁরা এমনটাই থাকুক, এ কথাও জানিয়েছেন সকলে। তবে কী এভাবেই প্রিওয়েডিং ভিডিও বানালেন এই জুটি? কারণ দু'দিন আগেই মেহেন্দিতে স্বর্ণেন্দুর নাম লেখা ছবি শেয়ার করে বিয়ের জল্পনা বাড়িয়েছেন শ্রুতি(Viral Video)।