Yuvaan: দেড় বছরেই হাতেখড়ি ইউভানের ! সরস্বতী পুজোয়ে মাতলেন রাজ-শুভশ্রী !

Last Updated:
Yuvaan: মাত্র দেড় বছরেই ছেলে ইউভানের হাতেখড়ি দিলেন রাজ ও শুভশ্রী ! দেখুন ছবি
1/5
রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। বয়স মাত্র দেড় বছর। আর এই বয়সেই হাতেখড়ি হয়ে গেল। বেশ কয়েকদিন ধরেই বই-খাতার দিকে ঝোঁক বেড়েছে ইউভানের। তাই আর দেড়ি না করে ২০২২-এর সরস্বতী পুজোর দিনেই হাতেখড়ি হল ইউভানের। photo source collected
রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। বয়স মাত্র দেড় বছর। আর এই বয়সেই হাতেখড়ি হয়ে গেল। বেশ কয়েকদিন ধরেই বই-খাতার দিকে ঝোঁক বেড়েছে ইউভানের। তাই আর দেড়ি না করে ২০২২-এর সরস্বতী পুজোর দিনেই হাতেখড়ি হল ইউভানের। photo source collected
advertisement
2/5
রাজের অফিসে প্রতি বছরেই হয় সরস্বতী পুজো। সেখানেই জমায়েত হলেন সকলে। অফিসেই হাতেখড়ি হল ইউভানের। photo source collected
রাজের অফিসে প্রতি বছরেই হয় সরস্বতী পুজো। সেখানেই জমায়েত হলেন সকলে। অফিসেই হাতেখড়ি হল ইউভানের। photo source collected
advertisement
3/5
শুভশ্রীর কোলে বসে ছোট্ট ইউভান। স্লেটে লিখে ফেলল অ আ ক খ। মায়ের হাতেই হাতেখড়ি হল ছোট্ট ইউভানের। photo source collected
শুভশ্রীর কোলে বসে ছোট্ট ইউভান। স্লেটে লিখে ফেলল অ আ ক খ। মায়ের হাতেই হাতেখড়ি হল ছোট্ট ইউভানের। photo source collected
advertisement
4/5
পাজামা পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। ইউভানকেও পরানো হয় পাঞ্জাবি। শুভশ্রী সেজেছিলেন শাড়িতে। এই দিন রাজের অফিসের সহকর্মীরা ছাড়াও পুজোতে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, মানালি দে সহ আরও অনেকেই। photo source collected
পাজামা পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। ইউভানকেও পরানো হয় পাঞ্জাবি। শুভশ্রী সেজেছিলেন শাড়িতে। এই দিন রাজের অফিসের সহকর্মীরা ছাড়াও পুজোতে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, মানালি দে সহ আরও অনেকেই। photo source collected
advertisement
5/5
হাতেখড়ি ও পুজো শেষের পর ছিল ভোজের আয়োজন। দুপরে খিচুরি, ভাজা চাটনি, মিষ্টি সহ আরও নানা খাবারের আয়োজন ছিল আজ।
হাতেখড়ি ও পুজো শেষের পর ছিল ভোজের আয়োজন। দুপরে খিচুরি, ভাজা চাটনি, মিষ্টি সহ আরও নানা খাবারের আয়োজন ছিল আজ।
advertisement
advertisement
advertisement