এই দিন সলমন খান প্রতি বছর একটি বড় পার্টি দেন। সেখানে বি-টাউনের প্রায় সকলেই আসেন। এ বছরও অন্যথা হয়নি। তবে সলমন খান এবারের ইদের পার্টি রেখেছিলেন বোন অর্পিতার বাড়িতে। সেখানেই গিয়েছেন বি-টাউনের প্রায় সকলেই।
তবে এই ইদের পার্টিতে একটি দারুণ মুহূর্ত ধরা পড়েছে। এই সেই ভিডিওর মুখ্য চরিত্র শেহনাজ গিল ও সলমন খান। এই দিন কালো পোশাকে সলমনের পার্টিতে এসেছিলেন শেহনাজ। বিগবসের ঘর থেকেই পাঞ্জাবি কন্যে শেহনাজকে পছন্দ করেন সলমন খান। আসলে শেহনাজ তাঁর শিশু-সুলভ সরলতায় জিতেছেন ভাইজানের মন। বিগবসের ঘরেই সিদ্ধার্থ শুক্লার সঙ্গে ঘনিষ্টতা বাড়ে শেহনাজের। কিন্তু সিদ্ধার্থের হঠাৎ মৃত্যু শোকের ছায়া নিয়ে এসেছিল শেহনাজের জীবনে।
আরও পড়ুন: পিঠে ট্যাটু! পায়ে স্ট্রেচ মার্ক স্পষ্ট! বিকিনিতে সাহসী সুমনা চক্রবর্তী! ভাইরাল
বহু দিন নিজেকে ঘরের বাইরে আনেননি শেহনাজ। তবে এখন সব কিছু ভুলে ফের স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন তিনি। ইদের পার্টিতে সলমন গাড়িতে তুলে দিতে গেলেন শেহনাজকে। সলমনের হাত টেনে নিয়ে আসলেন শেহনাজ। এখানেই শেষ নয়, পাপারাৎজিদের সামনেই ভাইজানকে জড়িয়ে ধরে গালে চুমু খেলেন। বুকে চুমু খেলেন। তবে এখানে প্রেম নেই। এই চুমুতে আছে স্নেহ। এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। ফের একবার সলমনের প্রশংসা করেছেন সকলে। শোনা যাচ্ছে সলমনের সঙ্গে এবার অভিনয় করতে দেখা যাবে শেহনাজ গিলকে।