এই ধারাবাহিকে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু। পরবর্তীকালে বড় ঝিলিকের চরিত্রে দেখা গিয়েছিল শ্রীতমা ভট্টাচার্যকে। এর পর কেটে গিয়েছে প্রায় ১১ বছর। সেই ছোট্ট ঝিলিক বা তিথি কিন্তু আর ছোট্টটি নেই। মিষ্টি এক সুন্দরী কন্যা তিনি এখন। সিরিয়ালে তাঁকে দেখা যায় না অনেকদিন। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিথি। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই নানা রকম ছবি পোস্ট করেন তিনি।
advertisement
সম্প্রতি তাঁর একটি ভিডিও জনপ্রিয় হয় সোশ্যাল মিডিয়ায়। হলুদ শাড়ি, গায়ে গয়না পরে ছাদে গানের তালে নাচছেন তিথি। 'আমাকে রাখ চোখের কিনারে' এই গানে ঝাকড়া চুলের মিষ্টি ঝিলিক নেচে বেড়াচ্ছেন বাড়ির ছাদে।
এছাড়াও রয়েছে বেশ কতগুলি ছবি। যাও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে ঝিলিকের সেই মিষ্টি মুখ আজও ভোলেননি দর্শক। ঝিলিককে ফের অভিনয় করতে দেখতে চান অনেকেই। এই ভিডিওতে অনেকেই লিখেছেন সে কথা।