শুক্রবার হোলির দিনে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে শাহরুখ ও গৌরীর হোলির পার্টির এক পুরনো ভিডিও (Viral Video)। ভক্তদের মন ফের একবার জয় করেছেন সেলেব জুটির কেমিস্ট্রি। বর্তমানে তাঁদের এমন হোলির পার্টিতে দেখা না গেলেও, একটা সময় তাঁরা চুটিয়ে মজা করতেন এই বিশেষ দিনে। একাধিক হোলি পার্টি হোস্টও করতে দেখা গিয়েছিল একাধিকবার খান দম্পতিকে। (Viral Video)
advertisement
আরও পড়ুন: শিয়ালদহ স্টেশন থেকে মেট্রোয় পা রাখলেই গুণতে হবে ১০ টাকা ভাড়া! কেন জানেন?
আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!
একবার পরিচালক সুভাষ ঘাইয়ের হোলির পার্টিতে দেখা গিয়েছিল শাহরুখ খান ও গৌরী খানকে। আবীর মেখে সামান্য সেলিব্রেশন নয়, একেবারে বাদুড়ে রঙে মুখ ভরে গিয়েছে শাহরুখ ও গৌরীর। সেখানে চৌবাচ্চায় জল ভরা হয়েছে। কখনও সেখানে গিয়ে শাহরুখ নেমে পড়ছেন। কখনও আবার গৌরীকে কোলে করে নিয়ে এসে জলে ফেলছেন শাহরুখ। রঙে রঙিন সেলেব দম্পতিকে এক নজরে চেনাই যেন দায়। (Viral Video)
শাহরুখের ভক্তরা এখনও তাঁর পুরনো ভিডিও দেখে নস্ট্যালজিক হয়ে পড়েন। সম্প্রতি বড় ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতারি ও পরে জামিনের সময়কালে মাসখানেক নিস্তব্ধ থেকে ফের স্বমহিমায় ধরা দিয়েছেন শাহরুখ খান। 'পাঠান'-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই কিং খানের প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি স্পেনে সেই ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ খান।
