TRENDING:

Viral Video: পর্দার আড়ালে সারাকে 'চুম্বন' শেহনাজের? দুই নায়িকার 'গোপন' ভিডিও ফাঁস নেটপাড়ায়!

Last Updated:

Viral Video: শেহনাজ বলেন, 'এ কী আমার লিপস্টিক কোথায়?'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অসাধারণ লুক ও অভিনয় দক্ষতায় ইদানীং বলিউডে জনপ্রিয় নায়িকাদের তালিকায় ঢুকে পড়েছেন সারা আলি খান। সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় সারা। বিশেষ করে নিজের ছড়া বলার গুণে দর্শকের মন জয় করেছেন সইফ আলি খানের মেয়ে। সম্প্রতি তাঁর একটি ছবি মুক্তি পেয়েছে, নাম 'গ্যাসলাইট'। শেহনাজ গিলের চ্যাট শো-তে সম্প্রতি ছবির প্রচারে গিয়েছিলেন সারা।
সারা ও শেহনাজ
সারা ও শেহনাজ
advertisement

আর সেই শো-তে গিয়েই দারুণ কাণ্ড ঘটালেন সারা আলি খান। সারা নিজেই সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, পর্দার আড়ালে গিয়ে সারাকে 'নক নক' বলে ডাকছেন শেহনাজ। সারা বলছেন গানের লাইন ধরে, 'কুন্ডি মাত খড়কাও রাজা'। অর্থাৎ দরজা ধাক্কানোর প্রয়োজেন নেই। এরপরই দেখা যায় শেহনাজ সেই পর্দার আড়ালে ঢুকে পড়লেন।

advertisement

আরও পড়ুন: ২০২৩-এ বাচ্চাদের যে নামগুলি বিলুপ্ত হয়ে যাবে, অবাক করা সব নাম তালিকায়!

তারপরেই পর্দায় প্রবল কম্পন। সারাকে বলতে শোনা যায়, 'চিত্রাঙ্গদা ম্যামের গানের পর গরমটা হঠাৎ বেড়ে গিয়েছে'। এরপরই শেহনাজ বলেন, 'এ কী আমার লিপস্টিক কোথায়?' অর্থাৎ তাঁরা বোঝাতে চান, পর্দার আড়ালে একে অপরকে চুম্বনের ফলে লিপস্টিক মুছে গিয়েছে শেহনাজের। আর সেই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

advertisement

আরও পড়ুন: এবার ঝেঁপে ঝড়-শিলাবৃষ্টির বিরাট পূর্বাভাস, আবহাওয়ার খবরে তোলপাড় দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনেকেই সেই ভিডিও দেখে কটাক্ষ করেছেন। পর্দার আড়ালে দুই নায়িকার চুম্বনের ভিডিও শোরগোল ফেলেছে নেটপাড়ায়। অনেকেই আবার তাঁদের সমকামী বলে উল্লেখ করেছেন। সম্প্রতি ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে সারা আলি খানের ছবি গ্যাসলাইট।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: পর্দার আড়ালে সারাকে 'চুম্বন' শেহনাজের? দুই নায়িকার 'গোপন' ভিডিও ফাঁস নেটপাড়ায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল