বিগত বেশ কিছুদিন ধরেই বাংলার বিভিন্ন জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের সম্ভাবনা অনুসারী হয়েছে আবহাওয়ার পরিবর্তন। বিগত কয়েকদিন দেখা গিয়েছে কোথাও কালবৈশাখী, আবার কখনও দমকা হওয়া, আবার কখনও মুষলধারে বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছিল, বুধবার থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হলেও উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।