আলায়া এফ নিজেও বলিউডে পা রেখেছেন। বেশ কয়েকটি ছবিতে কাজও করেছেন। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, মা পূজার সেই বিখ্যাত ‘পহেলা নশা’ গানেই নাচ প্র্যাকটিস করছেন মেয়ে আলায়া। আচমকাই সেখানে ঢুকে পড়েন পূজা। মেয়ের সঙ্গে নাচতে গিয়ে যেন হোঁচট খান তিনি। আর তারপর মা-মেয়ের খুনসুঁটি। নাচ বন্ধ।
advertisement
আরও পড়ুন: ভালবাসার অত্যাচারের ‘আঁচড়’ গোটা জটার দেউলে, মন্দিরে ঢুকে এ কী করল যুগলেরা? শোরগোল
পূজা বেদীর এমন নাচ দেখে অনেক ভক্তই দুঃখিত। তাঁরা কমেন্টে লিখেছেন, হলটা কী? পূজা কি নাচতেই ভুলে গেলেন? অনেকেই আবার মেয়ে আলায়াকে সাধুবাদ দিয়েছেন নাচের জন্য। আর মায়ের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এমন নাচতে পেরে দারুণ খুশি মেয়ে আলায়াও।
পূজা বেদী বিয়ে করেছিলেন ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে ১৯৯৪ সালে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের মেয়ে আলায়া বলিউডে অভিনয় করেন। শেষ তাঁকে দেখা গিয়েছিল আরিফ খানের ‘ইউ টার্ন’ ছবিতে।