সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে একটি ভিডিও। এই ভিডিওটি 'ঝলক দিখলা জা'-এর সেটের। এই ভিডিওতে বলিসুন্দরী মাধুরীকে মঞ্চে দেখা যাচ্ছে, সঙ্গে রয়েছেন তানজানিয়ার সোশ্যাল মিডিয়া তারকা কিলি পল। এরপর সেখানে বাজতে থাকে 'চন্নে কে খেত মে' গানটি। এই গানে মাধুরী দীক্ষিতের সঙ্গে কাইলি পল এমন নাচ করেন যে সেখানে উপস্থিত লোকজন তাঁদের নাচের পাগল হয়ে ওঠেন।
আরও পড়ুন: নুসরতের ফ্যাশন টিপস! রইল পুজোয় ঘুরে রোদে পোড়া ত্বক থেকে মুক্তির ঘরোয়া টোটকা
আরও পড়ুন: পুজো কেটে গেল তবু সিঙ্গেল? জেনে নিন মেয়েরা কেন আপনাকে পাত্তা দেয় না
'চন্নে কে খেত মে' গানে মাধুরী দীক্ষিতকে নকল করতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় এই নাচের পারফরম্যান্স মানুষ খুব পছন্দ করে। তিনি অনুগ্রহ করে জানান যে কাইলি পলের প্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এ কারণে তিনি তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। মাধুরী দীক্ষিত বর্তমানে 'ঝলক দিখলা জা ১০'-এ বিচারকের ভূমিকায় অভিনয় করছেন। এর আগে বিগ বস ১৬-এও দেখা গিয়েছিল কিলি পলকে। তিনি প্রতিযোগীদের একটি নতুন টাস্ক দিতে শোতে এসেছিলেন। সেখানে তিনি সব প্রতিযোগীর সঙ্গে নাচও করেন।