কিন্তু জানেন কী এই জুটি কীভাবে সময় কাটান! বাড়িতে তাঁরা করেনটা কী? কাজল একবার বলেছিলেন, তিনি সব সময় ছেলে মেয়ের উপর নজর রাখেন। একা ঘরে দরজা বন্ধ করে থাকতে দেন না। তবে শুধু কী ছেলে মেয়েদের উপরেই চলে নজরদারি! নাকি অজয়কেও রাখেন সমান নজরে! তা আর বলতে যা দস্যি মেয়ে তিনি। ১৮ জুলাই ছিল ওয়ার্ল্ড লিসনিং ডে। মানে বিশ্ব শোনা দিবস। আর এই দিনেই ঘরের কথা ফাঁস করেছেন অজয় দেবগন।
advertisement
নিজের টুইটার হ্যান্ডেলে অজয় একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক সঙ্গে ডিনার ডেটে গিয়েছেন কাজল-অজয়। বার্গার থেকে নানা খাবারে সাজানো কাজলের টেবিল। এদিকে কফি কাপ হাতে অজয়। কিছু একটা নিয়ে আলোচনা চলছে! কিন্তু একে ঠিক আলোচনা বলা চলে না! কারণ প্রায় এক নিশ্বাসে কথা বলেছেন কাজল। আর অজয় শুধু শুনে চলেছেন। মাথা নেড়ে হ্যাঁ বা না জানানোর সময়টুকুও দিচ্ছেন না কাজল। এই ভিডিও শেয়ার করে অজয় লেখেন, "বিশ্ব শোনা দিবস পালন করছি, আজ এবং রোজ!" অর্থাৎ বাড়িতে বা বাইরে শুধু বকবক কাজলই করে চলেন। চুপ করে শোনা ছাড়া উপায় থাকে না অজয়ের। এতো একেবারে অত্যাচার। কী আর করা যাবে, প্রেমে কত কী সহ্য করতে হয়! কাজলের মতো দস্যি মেয়ের এইটুকু অত্যাচার মাথা পেতে নেওয়াই যায়।
আরও পড়ুন: বর্ষাকালে দই খাচ্ছেন? ক্ষতি হচ্ছে না তো শরীরের? এই সময় কী দই খাওয়া উচিত? জানুন
প্রসঙ্গত, আজই জাতীয় পুরস্কার পেয়েছেন অজয় দেবগন। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র-এর জন্য সেরা অভিনেতার খেতাব জেতেন তিনি। এই পুরস্কার জিতে নিজের খুশির কথাও জানিয়েছেন অজয়। তারমানে আজ আনন্দের দিন! বাড়িতে এবার বকরবকরে অস্থির হতে হবে অভিনেতাকে! সে যাই হোক এই মিষ্টি জুটির খুনসুঁটি সব সময় সর-আঁখো পর!