এই শোয়ের(Lock-Upp) প্রযোজনা করছেন একতা কাপুর। বিগবসের আদলেই তৈরি হয়েছে এই শো। তবে এখানে কোনও বিলাসবহুল বাড়ি নেই। আছে সাদা মাটা জেল খানা। মাটিতে কম্বল পেতে শুতে হচ্ছে সেলেবদের। বলা হচ্ছে এত দিন যত রিয়ালিটি শো হয়েছে সেই সবকে ছাপিয়ে গিয়েছে 'লক-আপ'। এমনকি বিগ বসের থেকেও বেশি টিআরপি রেট।
এই শোয়ের (Lock-Upp) সব থেকে জনপ্রিয় মুখ করণবীর বোহরা ও পুনম পাণ্ডে। ইতি মধ্যেই ভাইরাল হয়েছে করণবীর বোহরার একটি ভিডিও। সেখানে নিজের জীবনের চরম খারাপ সময়ের কথা বলেছেন তিনি। এমনকি সুইসাইডের কথাও উঠে এসেছে। ধার-দেনায় ডুবে আছেন এই অভিনেতা। তবে ফের একবার ভাইরাল হল এই অভিনেতার আর একটি ভিডিও।
advertisement
ভিডিওটি ইনস্টাগ্রামে করণবীর বোহরা নিজেই শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে নিশা রাওয়ালের সঙ্গে হাতকড়া পরানো হয়েছে করণবীরকে। একটাই শিকলে দু'জনের হাত বাঁধা হাতকড়াতে। এই অবস্থায় থাকতে হচ্ছে তাঁদের। শুতে যাওয়া থেকে টয়লেটে যাওয়া সব কিছুই করতে হবে এক সঙ্গে।
ভিডিওতে(Lock-Upp) দেখা যাচ্ছে নিশা বলছেন 'আমি টয়লেটে যাব'। কিন্তু করণের সঙ্গে হাত বাঁধা তাঁর। এখন উপায়? তাহলে দু'জনকে এক সঙ্গে ঢুকতে হবে বাথরুমে। সেটা কী করে হবে? উপায় বার করলেন করণ। তিনি টয়লেটের দরজার ফাঁক দিয়ে নিজের হাত বাথরুমে ঢুকিয়ে রাখলেন। ওই অবস্থাব বাথরুমে ঢুকলেন নিশা। এদিকে করণের হাতে টয়লেটের ভিতরে। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়।
আরও পড়ুন: একটু হলেই ছুঁয়ে যেত মৃত্যু! চলন্ত ট্রেনের তলায় যাওয়া থেকে বাঁচলেন ব্যক্তি! কীভাবে? ভাইরাল ভিডিও
করণ ভিডিও শেয়ার(Lock-Upp) করে লেখেন, কতটা খারাপ অবস্থা হতে পারে, যখন তোমার হাতে হাত কড়া পরানো। এবং অন্য একজনের সঙ্গে সেই হাত বাঁধা! এবং অপরদিকের ব্যক্তি যদি মেয়ে হয় তাহলে? এভাবেই সমাধান খুঁজতে হবে।" এই ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন করণবীর বোহরা। দর্শকরা মনে করছেন এই শোয়ের বিজেতা হতে পারেন করণ। তিনি সব কিছু মানিয়ে চলেন।