ছবির গল্প অনুযায়ী মৌসুমী বড় লোকের মেয়ে। প্রেমে পড়ে অজয় ওরফে অমিতাভের প্রেমে পড়ে। কিন্তু অমিতাভ জানায় না যে সে বড়লোক নয়। এই নিয়েই এগোয় গল্প। তবে এই ছবির বিখ্যাত গান, ‘রিমঝিম গিরে সাওয়ান’! বর্ষায় মুম্বইয়ের রাস্তায় অঝোরে বৃষ্টি ঝরছে। সেই বৃষ্টিতে গান গাইতে গাইতে ছুটে চলেছে অমিতাভ-মৌসুমী। কখনও রাস্তায়, কখনও সমুদ্রের ধারে। শাড়ির আঁচল উড়িয়ে ছুটে চলেছে মৌসুমী। যেন ভিজে পাখি। ঠিক সেই দৃশ্য ফিরে এল এতগুলো বছর পরে। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।
advertisement
সেই ভিডিওতে দেখা যায় এক বছর ৬০ বা ৬৫-র এক ভদ্রলোক একেবারে অমিতাভের মতো কোট-প্যান্ট পরেছেন। অন্যদিকে তাঁর স্ত্রী ঠিক মৌসুমীর শাড়ি পরেছেন, চুল বেঁধেছেন। এবং ঠিক ‘রিমঝিম গিরে’র অমিতাভ-মৌসুমীর মতো করেই বৃষ্টিতে ভিজে চলেছেন। যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এই ভিডিও শেয়ার হতেই বহু মানুষ লাইক ও শেয়ার করেন। যা ইতিমধ্যে ভাইরাল এখন।
আরও পড়ুন:
একে বারে যেন অমিতাভ-মৌসুমী বৃষ্টি ভেজা মুম্বইতে নিজেদের ভালবাসার জয়গাথা গাইছেন। জানা যায় ঠিক সিনেমার মতো করেই এই গানে ভিজে ভিজে শ্যুটের ইচ্ছে ছিল ভাইরাল দম্পতির। তাঁদের ইচ্ছে মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। হাজার হাজার মানুষ প্রশংসা করছেন তাঁদের।