TRENDING:

Viral Video | Bharti Singh : কী খেয়ে রাতারাতি ১৫ কেজি ওজন ঝরালেন ভারতী সিং? ভিডিও ফাঁস হতেই চূড়ান্ত ভাইরাল!

Last Updated:

Viral Video | Bharti Singh : জানেন এত দ্রুত কীভাবে ওজন কমালেন ভারতী? কাছের বান্ধবী তথা অভিনেত্রী জেসমিন ভাসিন সম্প্তি ভারতীর ডিনারের মেনু ফাঁস করেছেন। দেখুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : ভারতী সিং-কে দেখলে আজকাল চেনাই দুস্কর! সেই গোলুমোলু ভারতী (Bharti Singh) মাত্র অল্প দিনেই ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলে এক্কেবারে ফিট এন্ড ফাইন। কমেডিয়ানের এই নতুন রূপ দেখে অবাক নেটিজেনদের অনেকেই। তবে জানেন কি এত দ্রুত কীভাবে ওজন কমালেন ভারতী (Bharti Singh)? ভারতীর কাছের বান্ধবী তথা অভিনেত্রী জেসমিন ভাসিন সম্প্তি ভারতীর ডিনারের মেনু ফাঁস করেছেন। যা দেখে চোখ কপালে সকলের!
advertisement

আরও পড়ুন : উজ্জ্বল হলুদ সাঁতারপোশাকে প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার সইফকন্যা সারা

ভিডিয়োতে দেখা দেখা গেল থালায় রাখা একটি ভাতের থালায় বেশ পর্যাপ্ত পরিমানে ঘি ঢালছেন ভারতী (Bharti Singh)। ভারতীকে বলতে শোনা গেল, ‘এবার যোগ করলাম ঘি’। এরপর থালায় ডাল ঢালতে শুরু করেন ভারতী, পাশ থেকে জেসমিন বলে ওঠেন- ‘এবার ঘিয়ের তরকা দেওয়া ডাল’। এরপর ভারতী বলে চলেন, ‘দুনিয়ার লোকজন বলছে আমি রোগা হচ্ছি, টাইম দেখুন আমি কখন খাচ্ছি’। শেষে জেসমিন বলেন, ‘এটাই ভারতীর রোগা হওয়ার রহস্য… চার চামচ ঘি, তেল জবজবে আলুর তরকারি আর তেল ভরপুর ডাল’।

advertisement

সম্প্রতি এক সাক্ষাত্কারে ভারতী জানিয়েছেন, দ্বিতীয় লকডাউনের সময় তিনি ওজন ঝরানোর প্রয়োজনীয়তা অনুভব করেন এবং ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’ (intermittent fasting) এর মাধ্যমে চটজলদি ওজন কমাতেও সফল হয়েছেন।

কমেডিয়ান ভারতী সিং একটি স্বাক্ষাৎকারে নিজেই জানিছেন, আগে তাঁর ওজন ছিল ৯১ কিলোগ্রাম, এখন দাঁড়িয়েছে ৭৬ কিলোগ্রামে। একইসঙ্গে ভারতী জানিয়েছেন, এই ওজন হ্রাস তাঁকে শারীরিকভাবে আরও মজবুত করেছে, বিশেষত তাঁর বেশকিছু শারীরিক সমস্যা রয়েছে, যেমন ডায়াবেটিস, অ্যাস্থমা- সেগুলির ব্যাপারেও সহায়ক হয়েছে।

advertisement

আরও পড়ুন : ‘পবিত্র রিশতা’ শুরুর আগেই সুখবর! বাবা হলেন অভিনেতা শাহির

ভারতী জানিয়েছেন, ‘আমি সন্ধ্যা ৭ থেকে পরদিন দুপুর ১২টা অবধি খাই না, এরপর দুপুর ১২টা বাজলেই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ি। সাতটার পর ডিনার, এমনিতেও আমার শরীর সহ্য করে না। আমি ৩০-৩২ বছর প্রচুর খেয়েছি, এরপর একটু শরীরের যত্ন নেওয়ার সময় এসেছে। শরীরও ধীরে ধীরে সবকিছু মানিয়ে নিচ্ছে’।

advertisement

মেদ কমাতে আরও সুস্থ বোধ করছেন বলেও জানিয়েছেন ভারতী। তাঁর কথায়, ‘এখন শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয় না, অনেক হালকা মনে হয় নিজেকে। আমার অ্যাস্থমা আর ডায়াবেটিসের সমস্যাও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে’, জানান ভারতী।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

এদিকে, স্ত্রীর এই ট্রান্সফরমেশনে নাকি একদম খুশি নয় হর্ষ! ভারতী জানান, হর্ষ আগের মতো ভারতীর ভুঁড়ির সঙ্গে খেলতে না পারার আফসোসেই কাহিল, পাশাপাশি বাইরে খাবার খাওয়া ভারতী একেবারে বন্ধ করে দিয়েছেন, এই বিষয় নিয়েও একদম খুশি নন হর্ষ। তবে হর্ষ খুশি না হলেও ভারতীয় এই মেনু দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আগামী দিনে এই ভাবে ডায়েট ফলো করে রোগ হওয়ার প্ল্যান করছেন অনেকেই।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video | Bharti Singh : কী খেয়ে রাতারাতি ১৫ কেজি ওজন ঝরালেন ভারতী সিং? ভিডিও ফাঁস হতেই চূড়ান্ত ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল